জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকে ফুলকি চরিত্র ছাড়াও আরও কিছু চরিত্র রয়েছে যা দর্শকদের বেশ মন ছুঁয়ে যায়। চরিত্রে নেগেটিভের ছোঁয়া থাকলেও, চরিত্রটা বেশ মজার হয়, তেমনই একটি চরিত্র হল ফুলকির কাকিশাশুড়ি। তার চরিত্রে রয়েছে নেগেটিভ শেড, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের মধ্যে রয়েছে একটা মজাদার ভাব।
সে বাংরেজি ভাষায় কথা বলে। কথার মধ্যে রয়েছে বাংলা এবং ইংরেজি। এই ব্যাপারটা দর্শকদের বেশ ভালোই লাগে। এই চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন আভেরী সিংহ রায় (Avery Singha Roy)। এই অভিনেত্রী এদিন তার ভাইকে সাথে করে এসেছিলেন জি বাংলার জনপ্রিয় ননফিকশন শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সেখানে নিজের আক্ষেপের কথা তুলে ধরেন।
View this post on Instagram
ধারাবাহিক গুলো লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতেকটি চরিত্রের একটা করে কমন ডায়ালগ থাকে। যেগুলোর জন্য তারা বেশ বিখ্যাত হয়। এই যেমন নিম ফুলের মধুতে দেখা গেছে সৃজনের জেঠু সবসময় ধ্যাস্টামো কথাটা বলেন। আর তাই অনেকের কাছেই তিনি পরিচিত ধ্যাস্টামো জেঠু হিসেবে। ঠিক তেমনই রোহিতের কাকিমারও একটা কমন ডায়ালগ আছে।
আরও পড়ুনঃ ভালোবাসার বিয়েতে বিচ্ছেদ, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন সোলাঙ্কি? জানালেন ‘খড়ি’ অভিনেত্রী
তার কমন ডায়ালগ হল ‘ও মাই ফাদার’। বাংলায় আমরা যেটাকে ‘বাবা গো’ বলি সেটাকেই কাকিমা ইংরেজিতে ঐভাবে বলেন। আর তাই যখন সকালে সেটে ঢোকেন তখন কেউ ওনাকে গুড মর্নিং বলেনা, সকলেই বলেন ‘ও মাই ফাদার’। এটাই অভিনেত্রীর আক্ষেপ। এই কথা শুনে হেসে মাটিতে লুটিয়ে পড়েন রচনা।
View this post on Instagram
এর আগে আভেরী অনেক ধারাবাহিক এবং সিরিজে অভিনয় করেছেন। ফুলকির আগে তাকে দেখা গিয়েছিল সোহাগ চাঁদ ধারাবাহিকে আশালতা বৌদির ভূমিকায়। কিছুদিন পূর্বেই তার অভিনীত ওয়েব সিরিজ ‘অলক্ষ্মী ইন গোয়া’ মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে ৪ অলক্ষীর মধ্যে একজন অলক্ষী হলেন আভেরী। আর রয়েছেন অনুরাধা মুখার্জী, প্রিয়াঙ্কা মন্ডল ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এই সিরিজের পরিচালনা করেছেন জয়দীপ ব্যানার্জী।