Bengali Serial : বাংলা ধারাবাহিকে (Bengali Serial) এমন কিছু কিছু জিনিস এত অতিরঞ্জিত করে দেখানো হয় যে দর্শকরা দেখতে দেখতে খানিকটা হেসেই লুটোপুটি খান। কারণ কাহিনীর সাথে দর্শকরা কোনো মিল খুঁজে পাননা। আর সম্প্রতি এরকমই ঘটেছে দর্শকদের সাথে। জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন।
শুধু আজকের বলে নয় , ধারাবাহিক শুরু থেকেই ট্রোলের সম্মুখীন হয়েছে। আর এখনো হয়ে চলেছে। কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল এই ধারাবাহিকের নায়ক পরাগের মৃত্যু ঘটবে, আর তার জন্য এসে গেছে নতুন নায়ক। নতুন নায়ক দিয়ে শেষ হবে ধারাবাহিক। এইসব গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ধারাবাহিকের বর্তমান টুইস্ট। আর তার কারণে শিমুলের জীবনে দেখা যাবে বিশাল ঝড়।
বর্তমানে দেখা যাচ্ছে, পরাগের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে সে ভর্তি। তখন শিমুল পরাগকে দেখতে গিয়ে বলে, তোমার চাকরিটা আমাকে দিয়েছ বলে এতই কষ্ট হল যে তুমি….এরপরই শিমুল মাথায় হাত দিয়ে বলে কষ্ট হচ্ছে মাথায়? শিমুল মাথায় হাত দিতে যেতেই হাতটা সরিয়ে দেয়। আর বলে আপনি কে? পরাগ পুরোপুরিই সবকিছু ভুলে গেছে।
আরও পড়ুনঃ ভালোবাসা স্বীকার করে নিতেই স্ত্রীকে ভুলে গেল পরাগ, শিমুলের জীবনে নতুন বিপদ!
নার্স এসেও বলে গেছে পরাগ আর কাউকে চিনতে পারছেনা। এরপরে শিমুল অনেক পুরানো কথা বলতে থাকে, যাতে পরাগের সবটা মনে পড়ে, কিন্তু কিছুতেই আর সবটা মনে পড়ছেনা। পরাগ তার নাম ভুলে যায়, সে বলতে থাকে সে কোথা থেকে এসেছে। তারপর পরাগকে শিমুল বোঝায় সে তার স্ত্রী। পরাগ কিছুতেই বিশ্বাস করেনা, সে বলে মিথ্যা কথা। হাসপাতাল থেকে পরাগকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
এই স্মৃতি হারানোর সুযোগকে কাজে লাগিয়ে পলাশ আর প্রতীক্ষা কী করে সেটাই দেখার। আর এদিকে এই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। বাস্তব জীবনেও তো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ধারাবাহিকে অ্যাক্সিডেন্ট হলে, সবার কি করে স্মৃতি লোপ পায়? সবাই কি করে ভুলে যায়। এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেট নাগরিক।