Jagadhatri Serial : বর্তমানে সব বাংলা ধারাবাহিকই (Bengali Serial) প্রায় একই রকমের হয়ে গেছে, ধারাবাহিক মানেই নাটকীয়তা। ধারাবাহিক মানেই পরকীয়া, ধারাবাহিক মানেই কূটকাচালি। এর বাইরে আর কিছু নেই। প্রথম যখন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসে তখন দেখা যায় এক অন্যরকম কাহিনী, আর ধারাবাহিক শুরু হওয়ার মাঝে দেখা যায় সেই একঘেয়েমি। কিন্তু এই একঘেয়েমির মাঝেই দেখা গেল এক অনন্যতম ধারাবাহিক।
সেই অনন্যতম ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। টিআরপি তালিকাতেও বেশ নাম করেছে ধারাবাহিকটি। ধারাবাহিকে নায়ক স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকা জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাসের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকের পাশাপাশি এই জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে।
স্টার বা জি সব ধারাবাহিকের কাহিনীতেই রয়েছে পরকীয়া। এছাড়াও দেখা যায় গরীব নায়িকা বড়লোক নায়ক। তাদের দুজনের হঠাৎ বিয়ে হয়ে যায়। নায়কের বড়লোক গার্লফ্রেন্ড আবার এসে যায়, নায়ককে বিয়ে করতে। সেই পরবর্তীতে হয়ে ওঠে খলনায়িকা। সে নায়ক-নায়িকার জীবনে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেড়োয়। আর এই চিরাচরিত প্রথা থেকে বেড়িয়ে এসেছে জগদ্ধাত্রী ধারাবাহিক।
এই ধারাবাহিকে জগদ্ধাত্রীকে দেখা গেছে এক অন্য রকম চরিত্রে। বাড়িতে সে জগদ্ধাত্রী আর বাইরে সে জ্যাস সান্যাল। একের পর এক অপরাধীকে সে নিজের হাতে শাস্তি দিচ্ছে। তার থেকে কেউ পার পায় না। তার পাশে সবসময় স্বয়ম্ভু রয়েছে। অন্য সবার মতো সে কখনোই জগদ্ধাত্রীকে অবিশ্বাস করেনা। জগদ্ধাত্রীর বিপদে আপদে সবসময় পাশে রয়েছে।
তাদের এই দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসেনি। দুজনের ভালোবাসা বিশুদ্ধ। এই জুটিকে দর্শকরাও বেশ পছন্দ করেছেন। আর তার কারণেই তো এত ভালো টিআরপি। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর পর্দার বন্ডিং দেখে দর্শকরা বাস্তবেও এমন বন্ডিং এর ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি শেষ হবে জগদ্ধাত্রী। আদৌও তা হচ্ছে না। এত ভালো যার প্রশংসা, সেই ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠেনা।