ধারাবাহিকে শুধুমাত্র মুখ্য চরিত্র ধারাবাহিককে জনপ্রিয় করে তোলে তা কিন্তু নয়, পার্শ্ব চরিত্রও কিন্তু ধারাবাহিকের গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা গেছে নায়িকার থেকে পার্শ্ব চরিত্র দর্শকদের মন কেড়েছে। এরকম অনেক উদাহরণ ধারাবাহিক চ্যানেল গুলোতে রয়েছে। জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল, নায়িকার থেকে পার্শ্ব চরিত্রকে বেশি পছন্দ করেছিল দর্শকরা।
বর্তমান সময়ে জি বাংলার ‘মুকুট’ (Mukut) ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়িকার থেকে পার্শ্ব চরিত্র অনুরাগীদের মন কেড়ে নিয়েছে। মুকুট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়াকে। আর রয়েছে শ্রীপর্ণা রায়। শ্রীপর্ণা রায় (Sriparna Roy) ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অর্থাৎ দোলের (Dol) চরিত্রে অভিনয় করছেন। কিন্তু শ্রাবণী ভুঁইয়ার থেকে দর্শকরা শ্রীপর্ণা রায়ের অভিনয়কে বেশি প্রশংসা করেছেন।
এই ধারাবাহিকে শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসাথে জুটি বেঁধে দেখা যাচ্ছে। অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছের হয়ে উঠেছে এই জুটি। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে , অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। কিন্তু পার্শ্ব চরিত্রে কৌশিকী মুখার্জীর (Kaushiki Mukherjee) ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে (Rupsha Chakraborty)।
অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের থেকে রূপসা চক্রবর্তীকে সকলেই বেশ পছন্দ করছে। এমনকি তাঁর অভিনয়ের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। অনুরাগীরা বলছেন, ‘জগদ্ধাত্রী সিরিয়াল একদিন দেখলাম। সেরকম দেখা হয়না। কিন্তু গাটের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাচ্ছে দেখে দেখলাম। এর বেশি আকর্ষণ হচ্ছে কৌশিকী চরিত্র টা। ব্লুজ এমনভাবে চরিত্র টাকে তৈরি করেছে যে সহজেই আকর্ষণ করে।
আর রূপসা দি এমনিতেও ভালো ও গুণী অভিনেত্রী।একাধারে অনেক বড় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডএ সম্মানিত হয়েছেন। জগদ্ধাত্রীতে অন্যন্য চরিত্রও ভালো,তবে এই চরিত্রের বিশেষ অবদান আছে সিরিয়ালের সফলতার পেছনে।’ এই দুই ধারাবাহিক প্রসঙ্গে এক অনুরাগী বলেছেন, ‘জগদ্বাএী ধারাবাহিকের কৌশিকী মানে রূপসা আর মুকুট ধারাবাহিকের দোল মানে শ্রীপর্ণা লিডদের চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছে ‘। বোঝায় যাচ্ছে মুখ্য চরিত্রের থেকে বেশি জনপ্রিয় পার্শ্ব চরিত্র। অনুরাগীরা তাদের সাদরে গ্রহণ করেছেন।