‘ডেট নিয়ে ঝুলিয়ে রাখাটা অসভ্যতা’! টলিউডে কাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর!

Basabdatta Chatterjee : 'টলিউডে ঝুলিয়ে রাখে'! বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

Saranna

basabdatta chatterjee angry on tollywood's behaviour in workplace

কেউ কেউ টলি (Tollywood) ইন্ডাস্ট্রির খুব সুনাম করে আর কেউ কেউ টলি ইন্ডাস্ট্রির নামে অনেক অভিযোগ আনেন। অনেকের অনেক রকমের ক্ষোভ রয়েছে। তার মানে এই নয় যে টলি ইন্ডাস্ট্রি খুবই খারাপ। একটা অংশ বা কোনো একজন খারাপ , এর মানে এটা নয় যে গোটা টলিউড ইন্ডাস্ট্রি খারাপ। টলিউডের একটা কুৎসিত রূপ রয়েছে, সেই রূপটাই শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)

বাসবদত্তা চট্টোপাধ্যায় টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি সকলের কাছেই সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’(Kar Kache Koi Moner Katha)তে। এই ধারাবাহিকে তাঁর চরিত্র পজিটিভ। সকলেই তাঁর অভিনয়ের প্রশংসা করছেন। ছোটপর্দাকাটবে, বড়পর্দায় কাজ করলেও, ওয়েব সিরিজে কাজ করেননি।

kar kache koi moner katha serial shimul sirsha and bipasha stand for sucharita

যখন সব অভিনেত্রী ওয়েব সিরিজে কাজ করছেন, তখন অভিনেত্রী বাদ কেন? আসলে অভিনেত্রী খুব বেছে কাজ করেন। তিনি এমন চরিত্রে অভিনয় করেন, যে চরিত্র দর্শকদের মনে দাগ কাটবে। তিনি জানান, ‘চরিত্রটা আমার কাছে ছোটো হলেও সমস্যা নেই, কিন্তু সেটা যেন মানুষের মনে দাগ কাটে। সেটা খেয়াল রাখার চেষ্টা করি।’ চরিত্র পছন্দ হলেই কাজে রাজি হন।

আরও পড়ুনঃ সব জল্পনা মিটিয়ে শেষ হল ‘ইচ্ছে পুতুল’, শেষদিনে স্মৃতি আঁকড়ে নস্টালজিয়ায় ভাসলেন কলাকুশলীরা

আর শোনা যাচ্ছে নতুন একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে। বাসবদত্তা ৩ বছর পর জি বাংলায় কাজ করছেন। কিন্তু এতদিন গ্যাপ কেন? এর কারণ হিসেবে জানিয়েছেন, ‘একসময় চুটিয়ে সিরিয়াল করতাম, তখন ডেট পাওয়া নিয়ে সমস্যা হত। তাই অনেক কাজ করতে পারিনি। আবার অনেকে পরে ডাকবে বলে যোগাযোগও করেনি’।

এর পাশাপাশি তিনি জানান, একজন নামকরা পরিচালক ১০ দিনের সময় চায়। সেইমতো অভিনেত্রী বিরতিও নিয়েছিলেন। কিন্তু পরে খবরের কাগজ পড়ে জানতে পারেন তাঁর জায়গায় অন্য কাউকে নিয়ে নেওয়া হয়েছে। আর তারপর থেকে সেই পরিচালকের সাথে কাজ করেননি আর। তাঁর কথায়, ‘মুম্বাইয়ে অনেক কাজের অডিশন দিই, সিলেক্ট না হলে তারা জানিয়ে দেয়। কিন্তু এখানে ডেট নিয়ে ঝুলিয়ে রাখে, যেটা অসভ্যতার পরিচয়’।

× close ad