দুর্দান্ত কামব্যাক ‘জগদ্ধাত্রী’র, এক সপ্তাহেই ভরাডুবি ‘নিম ফুলের মধু’! রইল সম্পূর্ণ TRP তালিকা

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) আজ প্রকাশ পেয়েছে। সাধারণত বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ হতে দেখা যায়। তবে এই সপ্তাহে তা

Nandini

bengali serial 10th march top ten trp list

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) আজ প্রকাশ পেয়েছে। সাধারণত বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ হতে দেখা যায়। তবে এই সপ্তাহে তা একদিন পিছিয়ে প্রকাশ পেলো। তবে এই সপ্তাহের টিআরপি তালিকাতে রয়েছে বিশেষ চমক। গত সপ্তাহের তালিকায় দেখা গিয়েছিল যে জগদ্ধাত্রী সিরিয়ালটিকে টেক্কা দিয়ে নিম ফুলের মধু দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছিল।

তবে এই সপ্তাহে আবার নিজের স্থান কেড়ে নিয়েছে জগদ্ধাত্রী। তালিকায় আবার দ্বিতীয় স্থানে এই সিরিয়াল। আর বিগত সপ্তাহ গুলির ন্যায় এই সপ্তাহেও অনুরাগের ছোঁয়া প্রথম স্থানে বহাল আছে। অনুরাগের ছোঁয়ার নতুন ট্র্যাক দর্শকের পছন্দের তালিকায় তো ছিলই। তবে বর্তমানের গল্পের মোড় দর্শককে আরও আকৃষ্ট করে তুলেছে। যার ফলাফল এই সপ্তাহে অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত পয়েন্ট।

2nd february bengali serial top 10 trp list

শুরু থেকেই জগদ্ধাত্রী সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষে জায়গা করে নিচ্ছিল। তবে অনুরাগের ছোঁয়ায় সোনা রুপাকে আনার পর দর্শকের মন জয় করে নিয়েছে দুই খুদের অভিনয়। তবে গত সপ্তাহে জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছিল নিম ফুলের মধু। এবারে আবার জগদ্ধাত্রী যথাস্থানে। এই সপ্তাহে স্টার জলসার মেয়েবেলাও তালিকাতে উঠে এসেছে। সেরা দশে জায়গা করে নিতে পেরেছে মৌ ডোডো। তো আসুন দেখে নেওয়া যাক সেরা দশ এর তালিকা।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৫)
তৃতীয়- গৌরী এলো (৮.০)
চতুর্থ- খেলনা বাড়ি (৭.৯)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
রাঙা বউ (৭.২)
পঞ্চমী (৬.৯)
বাংলা মিডিয়াম / হরগৌরী পাইস হোটেল / মিঠাই (৬.৬)
মেয়েবেলা (৬.২)
গাঁটছড়া / সোহাগ জল (৬.০)

bengali serial 29th december top 10 trp list

এই সপ্তাহে তালিকায় মিঠাই আবার উপরের দিকে উঠে এসেছে। হরগৌরী পাইস হোটেল একটু পিছিয়ে গেছে। গাঁটছড়ার জায়গা হয়েছে দশম স্থানে। নিম ফুলের মধু দ্বিতীয় স্থান থেকে একেবারে পঞ্চম স্থানে চলে এসেছে। আর এই সপ্তাহে সব সিরিয়ালের পয়েন্ট আবার অনেকটা বেড়েছে কমেছে। যেমন অনুরাগের ছোঁয়া আবার ৯ এর ঘরে স্কোর করেছে। জগদ্ধাত্রী ৮ এর ঘরে। মিঠাই ৬ এর ঘরে।

× close ad