বছরের শুরুতেই চমক, প্রথম স্থান ছিনিয়ে নিল নতুনরা! বাকিরা কোথায়? রইল সম্পূর্ণ TRP তালিকা

আজ বৃহস্পতিবার। আজ বাংলা সিরিয়ালের টিআরপি প্রকাশ হওয়ার দিন। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকার জন্য অপেক্ষা করেন দর্শক থেকে সিরিয়ালের কলাকুশলীরা প্রত্যেকেই। কারণ দর্শক যেমন

Nandini

5th december bengali serial trp

আজ বৃহস্পতিবার। আজ বাংলা সিরিয়ালের টিআরপি প্রকাশ হওয়ার দিন। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকার জন্য অপেক্ষা করেন দর্শক থেকে সিরিয়ালের কলাকুশলীরা প্রত্যেকেই। কারণ দর্শক যেমন নিজেদের পছন্দ মত সিরিয়াল কত পয়েন্ট পেয়ে তালিকায় কোন স্থানে পৌঁছালো সেই দিকে নজর রাখেন। তেমনই কলাকুশলীরা তাদের পরিশ্রম কতটা দর্শকের মন জয় করেছে সেদিকে নজর রাখেন।

কারণ বর্তমানে টিআরপির কারণে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। আর ক্রমাগত নতুন নতুন ধারাবাহিক সামনে আসছে। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তে শীর্ষ স্থানে দেখা যাচ্ছে জী বাংলার নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’কে। এই সিরিয়ালটি শুরু থেকে দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটিতে এখন টানটান পর্ব চলছে।

bengali serial 52nd trp list

দীপা সূর্যর মিল আবার কবে হবে সেই নিয়ে একটু একটু করে দর্শকের আকর্ষণ বাড়িয়ে তোলা হয়েছে। সাথে ছোট্ট দুই শিশুশিল্পী সোনা আর রুপা তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে। জী বাংলা ও স্টার জলসা মিলিয়ে অনেক গুলি নতুন ধারাবাহিক চলছে বর্তমানে। পঞ্চমী, বাংলা মিডিয়াম, সোহাগ জল, নিম ফুলের মধু। কমবেশি সকলেই তালিকায় জায়গা পেয়েছে। এই সপ্তাহে কার মাথায় উঠলো সেরার শিরোপা? আসুন দেখে নেওয়া যাক।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৫)
তৃতীয়- গৌরী এলো (৮.১)
চতুর্থ-  খেলনা বাড়ি (৭.৯)
পঞ্চম- বাংলা মিডিয়াম / পঞ্চমী (৭.৭)
নিম ফুলের মধু  (৭.৪)
গাঁটছড়া / আলতা ফড়িং (৭.১)
মিঠাই (৭.০)
রাঙা বউ (৬.১)
হরগৌরী পাইস হোটেল / এক্কা দোক্কা / সাহেবের চিঠি (৫.৯)

এই সপ্তাহে জগদ্ধাত্রীর সাত বার টপার হওয়ার গতিকে ভেঙে দিয়ে প্রথম স্থান জয় করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। গৌরী এলো ও খেলনা বাড়ি নিজেদের পূর্ববর্তী স্থান ধরে রেখেছে। গত সপ্তাহের ন্যায় এই দুই সিরিয়াল একই স্থানে রয়েছে। নিম ফুলের মধুকে পিছনে ফেলে বাংলা মিডিয়াম ও পঞ্চমী উপরের দিকে উঠে এসেছে। গাঁটছড়া ও আলতা ফড়িং আবারও যুগ্ম ভাবে একই পয়েন্ট পেয়েছে।

bengali serial trp list

তারাও তালিকায় একসাথেই এগিয়ে এসেছে একটু। গত সপ্তাহের তুলনায় মিঠাইয়ের পয়েন্ট বেড়েছে। এবারেও স্লট লিডার মিঠাই রানী। ধারাবাহিক গুলি ছাড়াও চ্যানেল গুলিতে কিছু নন ফিকশন শো হয়। এই সপ্তাহে নন ফিকশন শো গুলির মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে জী বাংলার দিদি নং ওয়ান সানডে স্পেশাল এপিসোড। পেয়েছে ৬.৩ পয়েন্ট। তারপর জী বগ্লার গানের শো সা রে গা মা পা পেয়েছে ৫.৬ পয়েন্ট। শেষ সপ্তাহে ষ্টার জলসার ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৪.৭ পয়েন্ট এবং রান্নাঘর ১.১ পয়েন্ট।

× close ad