চরিত্রে সিলেক্ট হওয়ার পরেও বাদ পড়েছেন, মুখ খুললেন ‘জল থৈ থৈ ভালোবাসা’ অভিনেত্রী

Bengali Serial Actress : টলিপাড়ায় (Tollywood) বাংলা ধারাবাহিকের এমন কিছু কিছু অভিনেত্রী রয়েছেন যারা মুখ্য চরিত্রে অভিনয় না করেও পার্শ্ব চরিত্রে বেশ নাম করেছেন। পার্শ্ব

Saranna

bengali serial actress rajannya mitra openup about her struggle period

Bengali Serial Actress : টলিপাড়ায় (Tollywood) বাংলা ধারাবাহিকের এমন কিছু কিছু অভিনেত্রী রয়েছেন যারা মুখ্য চরিত্রে অভিনয় না করেও পার্শ্ব চরিত্রে বেশ নাম করেছেন। পার্শ্ব চরিত্রের জন্যই তারা জনপ্রিয়। তেমনই একজন অভিনেত্রী হলেন রাজন্যা মিত্র (Rajannya Mitra)। কখনো তিনি হয়েছেন  ভালো বৌদি, কখনো তিনি ভালো ননদ, আবার কখনো খলনায়িকা। সব চরিত্রেই সুপারহিট। সব চরিত্রেই মানানসই।

অভিনেত্রীর মুখ্য চরিত্রে অভিনয় করাকরার যথেষ্ট গুণাগুণ থাকা সত্ত্বেও মুখ্য চরিত্র পাননি। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং এই জীবন নিয়ে তিনি বেশ খুশি। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa) তে। এখানে তাঁকে অপরাজিতা আঢ্যর ননদের চরিত্রে দেখা যাচ্ছে। এই চরিত্র নেগেটিভ নয়, বরং পজিটিভ। পজিটিভেই সকলের মন জিতেছেন তিনি। 

অভিনয় জীবন শুরু করেছেন ১৯ বছর হয়ে গেল। তিনি ছিলেন থিয়েটারের অভিনেত্রী। থিয়েটার করতে করতেই টেলিভিশনে আসা। নন ফিকশন দিয়ে শুরু হয় কেরিয়ার। তারপর ‘ওগো বধু সুন্দরী’ দিয়ে শুরু হয় ধারাবাহিক যাত্রা। তারপর একে একে ইচ্ছে নদী, নকশীকাঁথা, ময়ূরপঙ্খী সহ আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। 

অভিনয়টাকে পেশা হিসেবে বেছে নিয়ে বেশ আনন্দতেই রয়েছেন। শুরুর দিকে স্ট্রাগলিং পিরিয়ড ছিল। আজ তিনি যে জায়গায় বসে আছেন, একটা সময় সে জায়গায় ছিলেন না। এখনের থেকে আগে অনেক বাধা ছিল। আর সেই বাধ্যবাধকতা ছিল বলেই ভালো অভিনয়টা শিখতে পেরেছেন।

এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, স্ট্রাগল লাইফ টা কেমন ছিল? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অনেকের অনেক রকম বাঁধা থাকলেও, তাঁর পারিবারিক কোনো বাঁধার সৃষ্টি হয়নি। প্রথম থেকেই বাবা গাইড করেছেন। কোনো অসুবিধা হয়নি। কখনো একটা কাজ পেয়েছেন আবার কখনো দুটো। এই নিয়েই ভালো আছেন। 

তবে একটা খারাপ লাগা রয়েছে। সেটা হল, চরিত্র পেয়েছেন, চরিত্রে সিলেক্টও হয়ে গেছেন। কিন্তু আবার শেষ মুহূর্তে বাদ পড়েছেন। তবে এটাকেও তিনি মেনে নিয়েছেন। কারণ এগুলো থাকবেই, না থাকলে  তিনি শিখবেন কী করে। এগুলো ছিল বলেই আজ তিনি ভালো দক্ষ অভিনেত্রী হয়েছেন। 

× close ad