‘শিমুলের শাশুড়ি’ নাকি ‘বাবুর মা’? দর্শক দিলেন সেরা ‘কিপ্টে’র তকমা

বাংলা ধারাবাহিকের বিখ্যাত একটি ডাক হল ‘বাবুর মা’ (Babur Maa)। এই ডাকটি নিয়ে দর্শকমহলে ব্যাপক ট্রোল হতে দেখা যায়। শুধু এই কথাটি নিয়ে ট্রোল নয়,

Saranna

bengali serial best kipte mother in law decided by audience

বাংলা ধারাবাহিকের বিখ্যাত একটি ডাক হল ‘বাবুর মা’ (Babur Maa)। এই ডাকটি নিয়ে দর্শকমহলে ব্যাপক ট্রোল হতে দেখা যায়। শুধু এই কথাটি নিয়ে ট্রোল নয়, ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে বাবুর মা অর্থাৎ কৃষ্ণাকে নিয়েও অনেক ট্রোল হয়েছে নেটপাড়ায়। কারণ কৃষ্ণা সবসময় ছেলে বৌকে পাহারা দেয়, যাতে ছেলে-বৌয়ের সম্পর্ক  সুন্দর না হয়। দুজনের সম্পর্ক সুন্দর হলেই কৃষ্ণার থেকে দূরে চলে যাবে বাবু। এই ভাবনায় কৃষ্ণা সবসময় বাবুকে বৌয়ের থেকে দূরে রাখে। 

এই দজ্জাল  শাশুড়িকে দেখে সকলেই ক্ষিপ্ত। কিন্তু এই প্রথমবার বাবুর মায়ের প্রশংসা করল নেটনাগরিক। যে নেটনাগরিক তাকে ট্রোলে নিমজ্জিত করেছিল, সেই নেটনাগরিক প্রশংসায় ভরিয়ে দিল বাবুর মাকে। বাবুর মায়ের শুধুমাত্র নেগেটিভ সত্ত্বা নেই, রয়েছে একটা পজিটিভ দিকও। সেটাই তুলে ধরল তারা। আর তুলনা করলেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)র নায়িকা শিমুলের শাশুড়ির (Shimuler Sasuri) সাথে।

bengali serial best kipte mother in law in kar kache koi moner kotha shimuler sasuri

এই শাশুড়ি নিম ফুলের মধু ধারাবাহিকের শাশুড়ির তুলনায় অনেক বেশি বিপজ্জনক। জি বাংলায় সবেমাত্র শুরু হয়েছে মানালির একটি নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। সেই শাশুড়ি খুবই দজ্জাল। উঠতে বসতে শিমুলকে কটু কথা শোনায়। শিমুলের শাশুড়ির কথা এতটাই শুষ্ক রসকসহীন যে, তার কাছে কোনো বউই টিকতে পারবে না। তাই নেটনাগরিকরা বলছেন, ‘একটা জিনিস দেখলাম শিমূলের শাশুরির থেকে আমাদের বাবুর মা অনেক ভালো বাবা গো বাবা।’

এই প্রথম প্রশংসা পেল বাবুর মা। এক নেটিজেন পার্থক্য করে বলছেন, ‘বাবুর মা শুধু বাবুর জন্যই বেশি করে, তবুও অনেক ভালো মন মানসিকতা শিমুলের শাশুড়ির থেকে,বাবুর মা মূলত সৃজনের আগে অনেক গুলো ছেলে হারিয়েছে তাই, তবুও বাহিরের মানুষের সামনে কখনো ছোট করা এমন কিছু দেখায়নি, কৃষ্ণা। 

bengali serial best kipte mother in law in neem phooler madhu babur maa

কিন্তু শিমুলের শাশুড়ি, উনি তো ভিলেন পুরাই ,আর বাবুর মা ভিলেন না কমেডিয়ান টাইপ ,ভিলেন শুধু তিন্নি ঐভাবে বলতে গেলে, আর নিম ফুলের মধু তে দেবর, ননদ, এমনকি সৃজন ও পর্ণার পাশে থাকে ,আর শিমুলের শাশুড়ি সহ পরিবারে কেউ সাপোর্ট করে না, শিমুলের শাশুড়ি এর কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, এইদিক থেকে হাজার গুণ ভাল বাবুর মা’।

× close ad