হিন্দিতে পৌঁছে গেছে বাংলার কয়েকটি বিখ্যাত ধারাবাহিক। সে কথা আমরা সকলেই জানি। বাংলা ধারাবাহিক হিন্দি তে কনভার্ট হয়েছে এটা জানা কথা। কারোরই অজানা নয়। কিন্তু এই বাংলা ধারাবাহিক যদি দেশের বাইরে গিয়ে আলাদা স্থপতি স্থাপন করে, তাহলে কেমন হয়? গর্ববোধ জন্মায় না? এরকমই একটা গর্ববোধের কাহিনী ঘটল।
স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘দেবী চৌধুরানী’ (Debi Chaudhurani)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল। ২০১৮ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ঐতিহাসিক কাহিনী এবং সাহিত্য নির্ভর ধারাবাহিক দেখে দর্শকরা বেশ আপ্লুত। আসলে মানুষের কাছে ঐতিহাসিক আর সাহিত্য নির্ভর ধারাবাহিক বেশ জনপ্রিয়।
এই ধারাবাহিকে প্রফুল্লর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল অভিনয় যাত্রা। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে। তবে দেবী চৌধুরানী ধারাবাহিকে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। আর এই জনপ্রিয় ধারাবাহিকই বিদেশের মাটিতে পৌঁছে গেল। ভাবছেন কি করে? আসলে এতটাই ধারাবাহিকটি জনপ্রিয় হয়েছে যে, বিদেশের মাটিতে ডাবিং হয়ে দেখা মিলছে।
দেবী চৌধুরানী ধারাবাহিকটি পৌঁছে গেল সূদূর মায়ানমারে। মায়ানমারের মালায়ালম ভাষায় মুক্তি পাবে ওই ধারাবাহিক। এই খবরে খুবই খুশি অনুরাগীরা। সম্প্রতি সেই প্রোমো ভিডিও সামনে আসতেই, সকলে আবার মালায়ালম ভাষায়, দেখার ইচ্ছা প্রকাশ করেছে।উল্লেখ্য, দেবী চৌধুরানী ধারাবাহিকটি অভিনেত্রী সোনামনি সাহার জীবনে একটা মাইলস্টোন। এই ধারাবাহিক থেকেই শুরু হয় অভিনয় যাত্রা।
প্রথম ধারাবাহিকেই এত জনপ্রিয়তা, খুব কম মানুষেরই হয়। এই ধারাবাহিকের পর দেখা মেলে মোহর ধারাবাহিকে। প্রতীক সেনের বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই মোহর আর প্রতীক জুটি জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে অভিনেত্রী এক্কা দোক্কা ধারাবাহিকে সপ্তর্ষি রায়ের বিপরীতে অভিনয় করছেন। এমনকি অভিনেত্রীর ওয়েব সিরিজেও ডেবিউ ঘটেছে। হইচই এ দেখা মিলছে।