নায়িকা নয় খলনায়িকা চরিত্রেই যারা পরিচিত! রইল বাংলা ধারাবাহিকের ‘জাঁদরেল’ খলনায়িকাদের তালিকা

 বাংলা সিরিয়াল মানেই তাতে থাকে একটা পরিবার। পরিবারের পাশাপাশি থাকে কূটকাচালি। পরিবারের একজন সদস্য কিংবা পরিবারের বাইরে কেউ থাকবেই খল চরিত্র হিসাবে। এরকমই ধারায় সিরিয়াল

Saranna

bengali serial female villain character

 বাংলা সিরিয়াল মানেই তাতে থাকে একটা পরিবার। পরিবারের পাশাপাশি থাকে কূটকাচালি। পরিবারের একজন সদস্য কিংবা পরিবারের বাইরে কেউ থাকবেই খল চরিত্র হিসাবে। এরকমই ধারায় সিরিয়াল গুলি আজীবন চলে আসছে। ধারাবাহিক মানেই তাতে থাকবে খল চরিত্র। এই খল চরিত্র গুলো, সাধারণ খল চরিত্র নয়, হাড় হিম করা  কূট বুদ্ধি সম্পন্ন খল চরিত্র।

আসলে ধারাবাহিকে খলনায়িকা (Female Villain) বা খলনায়ক চরিত্র না থাকলে অভিনেতা অভিনেত্রীই হয়তো গড়ে উঠতো না। আর এই খল চরিত্ররাই তো ধারাবাহিকে দ্বিগুন মনোরঞ্জন ও আগ্রহের সঞ্চার করেন। আজ এমন কিছু খলনায়িকার কথাই আপনাদের জানাতে চলেছি। যারা পর্দায় নিজেদের অসাধারণ অভিনয়ে সেরা খালনায়িকার তকমা পেয়েছেন দর্শকের তরফে।

bengali serial female villain character

সিরিয়ালের ভয়ঙ্কর খলনায়িকারা (Serials Dangerous Female Villain) 

 

View this post on Instagram

 

A post shared by Chandreyee Ghosh (@chandreyee.ghosh)

চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh) : আঠারো বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ছোটো পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই তিনি অভিনয় করেছেন। পজিটিভ  চরিত্রের থেকে বেশি করেছেন নেগেটিভ। স্টার জলসার কিরণমালা ধারাবাহিকের রানী কটকটি চরিত্র মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘গৌরী এল’ ধারাবাহিকে শৈল মায়ের চরিত্রে অভিনয় করে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। 

;

নন্দিনী চ্যাটার্জী (Nandini Chatterjee) : খল নায়িকাদের মধ্যে বিখ্যাত খলনায়িকা অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। তাঁকে আমরা দেখতে পেয়েছি ‘অপরাজিতা অপু’ তে। এই ধারাবাহিকে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। এমনকি এতটাই খল চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, দর্শকরা তাঁকে দেখে জুতো ছুড়ে মারার হুমকি দিয়েছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে সৎ মায়ের ভূমিকায়। 

;

অঞ্জনা বসু (Anjana Basu) : বাংলা ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু। তিনি ছোটো পর্দা থেকে বড় পর্দা সবতেই  দক্ষ অভিনয় করেছেন। তবে পজিটিভ এবং নেগেটিভ সব চরিত্রেই অভিনয় করেছেন। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ তে নেগেটিভ চরিত্রেই অভিনয় করছেন। সে পিলুর বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। পিলুকে একদম পছন্দ করেন না তিনি। 

নবনীতা দে (Nabanita Dey) : খলনায়িকার তালিকায় আর একটি উল্লেখযোগ্য নাম হল নবনীতা দে। তিনি এখন বর্তমানে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মির কাকিমার চরিত্রে অভিনয় করছেন। এর আগেও কিছু ধারাবাহিকে তাকে খালনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সেরা খালনায়িকার তালিকায় তিনিও একজন।

আরও পড়ুনঃ কেউ মাধ্যমিক পাস তো কেউ করেছে MBA! রইল টলিপাড়ার তারকাদের শিক্ষাগত যোগ্যতার লিস্ট

 

View this post on Instagram

 

A post shared by Saon Dey (@insta_saon)

শাওন দে (Saon Dey) : স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকের মনিকা খল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শাওন দে। সে এতটাই খল, তাঁর এই চরিত্রের জন্য ধারাবাহিকে তাঁকে জেলে যেতেও দেখা যায়। তাঁর এই অভিনয় দর্শকদের বেশ মুগ্ধ করেছে। এর আগেও অনেক ধারাবাহিকে তিনি খল চরিত্রে অভিনয় করেছেন। যেকোনো চরিত্রেই এই অভিনেত্রীর অভিনয় অসাধারণ। তবে খল চরিত্রে তিনি সেরা একজন।

আরও পড়ুনঃ পার্শ্ব চরিত্র থেকে জনপ্রিয় নায়িকা! ছোটপর্দার হাত ধরে যারা আজ টেলিভিশনের জনপ্রিয় মুখ


রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) : এই অভিনেত্রীর কথা না বললে খলনায়িকার তালিকা ব্যর্থ হয়ে যেত । তাকে বর্তমানে দেখা যায় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে। সে এই ধারাবাহিকে সূর্যর মা লাবণ্যের ভূমিকায় অভিনয় করছেন। সে কালো রঙের মানুষদের সহ্য করতে পারেন না। 

Related Post