অনুরাগ মেঘলার (Anurag-Meghla) সেই জনপ্রিয় জুটি আবারও বন্দি হতে চলেছে একসাথে ক্যামেরায়। একসময় ষ্টার জলসা চ্যানেলের ইচ্ছেনদী ধারাবাহিকে অভিনীত এই জুটি সকলের মন জয় করে নিয়েছিল। তারপর আর তাদের একসাথে জুটিবদ্ধ ভাবে দেখা যায় নি ক্যামেরায়। তবে বিক্রম সোলাঙ্কির (Bikram-Solanki) বন্ধুত্ব এখনও আগের মতোই রয়েছে। ইচ্ছেনদী শেষ হয়ে যাওয়ার পর দর্শক চাইলেও এই জুটিকে আর একসাথে কাজ করতে দেখা যায়নি। তবে তাদের অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে স্থান পায়।
সেই ইচ্ছেনদী সিরিয়াল খ্যাত অনুরাগ-মেঘলা (Anurag-Meghla) অর্থাৎ বিক্রম সোলাঙ্কি (Bikram-Solanki) জুটি এবার এত বছর বাদে আবার ফিরতে চলেছে। তবে এবারে আর ছোট পর্দায় নয়। এবারে বড়ো পর্দায় দেখা মিলতে চলেছে তাদের ঋতবান ও অনিন্দিতার রূপে। কলকাতা শহরের বুকেই এক অন্যতম প্রেম কাহিনী নিয়ে পর্দায় ফিরছেন তারা পরিচালক অরিত্র সেনের (Aritra Sen) হাত ধরে।
বিক্রম সোলাঙ্কির নতুন ছবি (Bikram-Solanki new movie)
এই ছবিটি কলকাতা শহরের বুকে এক উষ্ণতম ভালোবাসার গল্প নিয়ে তৈরী। ছবির নাম ‘শহরের উষ্ণতম দিনে ( Shohorer Ushnotomo Dine)’ । ছবির নায়ক ঋতবান এর চরিত্রে বিক্রম চ্যাটার্জী (Bikram Chatterjee) একসময় সবকিছু ছেড়ে লন্ডনে চলে যায় আর যখন ফিরে আসে তখন নায়িকা অনিন্দিতার চরিত্রে সোলাঙ্কি রায় (Solanki Roy) একজন রেডিও জকি। এই দুজনের সম্পর্কের কোনো নতুন সমীকরণ নিয়ে সিনেমাটি তৈরী হতে চলেছে।
View this post on Instagram
এই সিনেমায় বেশ কিছু শুটিং কলকাতা জুড়েই হবে। কলকাতার বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা এই ছবিতে দেখানো হবে। এখন তারা উত্তরবঙ্গে। এপ্রিল মাসেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। অভিনেতা বিক্রম তার ও সোলাঙ্কির একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। প্রসঙ্গত, সোলাঙ্কি এখন ষ্টার জালসার গাঁটছড়া ধারাবাহিকে খড়ির চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় সকলের মন জয় করে নিচ্ছে।