মাতৃরূপে তিনি সেরা, তাই আবার এক মাতৃচরিত্র নিয়ে পর্দায় উপস্থিত হচ্ছেন অভিনেত্রী মৌসুমী সাহা

অভিনেত্রী মৌসুমী সাহা (Mousumi Saha), যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেত্রী। যাকে আমরা টিভির পর্দায় মায়ের চরিত্রে দেখতে পায়। কখনও দেবের মা, কখনো সোহমের

Saranna

bengali serial mother character actress mousumi saha coming on new serial

অভিনেত্রী মৌসুমী সাহা (Mousumi Saha), যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেত্রী। যাকে আমরা টিভির পর্দায় মায়ের চরিত্রে দেখতে পায়। কখনও দেবের মা, কখনো সোহমের মা তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হয়েছেন দেবের মা। বড় পর্দা হোক কিংবা ছোটো পর্দা সবেতেই তিনি মাতৃরূপা। তাঁর মমতাময়ী মায়ের চরিত্রের অভিনয়ে মুগ্ধ হন দর্শকরা। দীর্ঘ অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন ইন্ডাস্ট্রি জগতে।

তিনি বড় পর্দাতেও অভিনয় করেছেন, তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল, ১৯৯০ সালে তরুণ মজুমদারের সিনেমা ‘আপন আমার আপন’ দিয়ে। এরপর একে একে ‘চোখের বালি’, ‘প্রেমের কাহিনী’, ‘প্রেম আমার’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘দুজনে’, ‘বলো না তুমি আমার’, ‘নটবর নট আউট’, ‘ওয়ান্টেট’, ‘সেদিন দেখা হয়েছিল’,’যোদ্ধা’, ‘পাগলু ২’, ‘তোর নাম’, ‘রংবাজ’, ‘বেশ কোরেছি প্রেম কোরেছি’, ‘শিকারি ‘, ‘নবাব’, ‘চালবাজ’ প্রভৃতি সিনেমায়।

bengali serial mother character actress mousumi saha coming on new serial

এছাড়াও তাঁকে ছোটো পর্দায় অভিনয় করতে দেখা গেছে, ‘জন্মভূমি’র হাত ধরে তাঁর ছোটোপর্দায় অভিষেক ঘটে। এরপর একে একে ‘ধন্যি মেয়ে’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘খোকাবাবু’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘গুরিয়া যেখানে গুড্ডু সেখানে’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘কপালকুণ্ডলা’, ‘খোকাবাবু’, ‘গঙ্গারাম’, ‘গৌরী এল’, ‘খেলাঘর’ প্রভৃতি ধারাবাহিকে।

আবারও তিনি আরও একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকেও তিনি মায়ের চরিত্রেই অভিনয় করছেন। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ তে। ধারাবাহিকে তাঁকে বেশিরভাগ সময়ই দেখা যায়, নায়কের মায়ের চরিত্রেই। এবারের এই নতুন ধারাবাহিকেও হয়ত তাঁকে দেখা যাবে নায়কের মায়ের চরিত্রে।

উল্লেখ্য, ২২ শে আগস্ট সোমবার থেকে স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটার স্লটে শুরু হয়েছে মাধবীলতা ধারাবাহিক। চোরাশিকারিদের সঙ্গে মাধবীলতার কঠিন লড়াইয়ের কাহিনি নিয়েই তৈরি এই ধারাবাহিক। মাধবীলতার চরিত্রে অভিনয় করছেন শ্রাবণী ভুইয়াঁ (Shrabani Bhunia) আর নায়ক সবুজের চরিত্রে অভিনয় করছেন সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee)। এছাড়াও অভিনয় করছেন, সোমা বন্দ্যোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, চাঁদনি সাহা, কুশল চক্রবর্তী, ইন্দ্রাক্ষী দে সহ আরও অনেক অভিনেতা। ধারাবাহিকটি পরিচালনা করেছেন, স্নেহাশিস চক্রবর্তী।

× close ad