সম্প্রতি শুরু হয়েছে স্টার জলসার পর্দায় ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। এই নামেই বড় পর্দায় একটি সিনেমা রয়েছে, হিরণ এবং কোয়েল অভিনীত। এছাড়াও অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায় প্রমুখরা। তবে ওই নবাব নন্দিনীর কাহিনী আর এই নবাব নন্দিনীর কাহিনী পুরোটাই আলাদা। ওটার সাথে এটার কোনো মিল নেই।
এই ধারাবাহিকে নবাবের চরিত্রে অভিনয় করছেন, রিজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh), আর নন্দিনীর ভুমিকায় অভিনয় করছেন, ইন্দ্রাণী পাল (Indrani Paul)। এর আগে রিজওয়ান কে দেখা গিয়েছিল ‘সাঝের বাতি’ ধারাবাহিকে। আর ইন্দ্রাণীকে দেখা গিয়েছিল ‘বরণ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে নন্দিনী একজন লড়াকু মেয়ে। সে একটি বাড়িতে মালকিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট-এর চাকরি নিয়ে আসে।
আর এসেই সে এই বাড়িতে সবার মন জয় করে নেয়। আর এতেই মালকিন অসন্তুষ্ট। আর এই বাড়িটি হচ্ছে নবাবদের। নবাব একজন ফুটবলার। নবাবের বৌদির অ্যাসিস্ট্যান্ট হলেন নন্দিনী। এটাই ছিল শুরুর কাহিনী। নবাবের সাথে নন্দিনীর জীবন কীভাবে এগোবে সেটার পথেই চলছে ধারাবাহিকের কাহিনী।
সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, নন্দিনীর অটো মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে নবাব বলেন, আমাকে মিথ্যা অপবাদ দিলেন কেন? এবার আপনিও দেখবেন মিথ্যা অপবাদ পেয়ে জীবন কাটাতে কেমন লাগে? আসলে নবাব নন্দিনীকে গরীবের মেয়ে ভেবে টাকা দেয়, আর নন্দিনী ভাবে অন্য কোনো বাজে মতলবে নবাব তাঁকে টাকা দিচ্ছে। মিথ্যা সন্দেহ করে।
রাস্তায় নবাব কে দেখে নন্দিনী ছুটতে শুরু করে। আর নন্দিনীর পিছনে পিছনে নবাবও ছুটতে থাকে। আর তখনই রাস্তায় একটা গাড়ির সাথে নন্দিনীর ধাক্কা লাগে, নন্দিনীর চোট লাগে। নবাব কোনো ক্যাব গাড়ি না ডেকে, নন্দিনীকে কোলে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়।
সেই ডাক্তারের ক্লিনিকে যে রিসেপশনে ছিলেন, সে ওদের বলে, ‘অ্যাবরশন করাবেন তো’? তখন দুজনেই অবাক হয়ে যায়। নন্দিনী বলে, ‘পায়ের চোট সারাতে শেষে কিনা অ্যাবরশন ক্লিনিকে’। এই দৃশ্য দেখে হেসে লুটোপুটি দর্শকেরা। দর্শক বলছেন শেষমেশ টিআরপি পেতে এইরকম কিছু দেখানো হতে পারে তা ভাবাই যায়না।