জনপ্রিয় ধারাবাহিক হওয়ার দৌড়ে এ সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) কোন ধারাবাহিক এগিয়ে গেলো আর কে পরে রইলো পিছনে জানতে হলে দেখে নিন সেই খবর। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় ধারাবাহিকের স্থানের ব্যাপক অদলবদল চলছে। টানা ৪৪ সপ্তাহ ধরে ধরে রাখা প্রথম স্থান অর্জনকারী মিঠাইকে (Mithai) পিছনে ফেলে কখনও মন ফাগুন তো কখনও আবার গাঁটছড়া (Gaatchora) তালিকায় উপরে উঠে এসেছে।
সম্প্রতি বেশ কিছু সপ্তাহ যাবৎ এই তালিকায় যোগ দিয়েছে নতুন ধারাবাহিক আলতা ফড়িং ও লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)। অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করেছেন। মাঝে মধ্যে তালিকায় ধূলোকনারও ঝড় বয়ে যাচ্ছে। সব মিলিয়ে টিআরপি তালিকা (TRP List) এখন সকলের নজরে। দর্শক অপেক্ষা করে থাকেন এটা জানার জন্য যে, কোন ধারাবাহিককে পিছনে ফেলে তাদের সেরা পছন্দের ধারাবাহিকটি এগিয়ে গেলো।
সম্প্রতি ষ্টার জলসা চ্যানেলে শুরু হওয়া নোলক আর অরিন্দমের অসমবয়সী এক ভিন্ন ভালোবাসার গল্প চালু হয়েছে। ধারাবাহিকটি নিয়ে অনেকেই অনেক ভালো-খারাপ মন্তব্য করেছেন। কিন্তু তবুও চ্যানেলের একটা আশা ছিল গোধূলি আলাপ ধারাবাহিককে নিয়ে। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেতেই দেখা গেলো আশানুরূপ ফল করতে পারেনি গোধুলি আলাপ। তবে জী বাংলার নতুন ধারাবাহিকের জুটি গৌরী ও ডঃ ঈশানকে বেশ পছন্দ করছেন দর্শক।
এবারের তালিকায় মিঠাই ধারাবাহিককে দেখা যাচ্ছে তৃতীয় স্থানে। লক্ষ্মী কাকিমা, মন ফাগুন, ও আলতা ফড়িং যৌথ ভাবে পঞ্চম স্থানে আর সবাইকে ছাপিয়ে ধূলোকনা ঝড়ের গতিতে পৌঁছে গেছে প্রথম স্থানে। তালিকা দেখে বোঝা যাচ্ছে যে, ধূলোকনা ধারাবাহিকে ফুলঝুরির বিয়ে সহ তার আসল জন্মপরিচয় জেনে যাওয়ার যে নতুন টুইস্ট দেখানো হয়েছে তা দর্শকের বেশ ভালো লাগছে।
এই সপ্তাহের তালিকা :
ধুলোকণা- ৮.৩ (প্রথম)
গাঁটছড়া – ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই – ৭.৭ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৪
লক্ষ্মী কাকিমা / মন ফাগুন / আলতা ফড়িং – ৬.৮
অনুরাগের ছোঁয়া ৬.৪
আয় তবে সহচরী- ৬.১
উমা ৬.২
পিলু – ৫.৬
এই পথ যদি না শেষ হয় – ৫.০
এছাড়াও জী বাংলা ও ষ্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত নন ফিকশন শো গুলির মধ্যে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত জী বাংলার দাদাগিরি পেয়েছে ৫.০ পয়েন্ট। আর সুপারস্টার জিৎ সঞ্চালিত ষ্টার জলসার ইস্মার্ট জোড়ি পেয়েছে ৩.৭ পয়েন। অভিনেত্রী রচনা ব্যানার্জি সঞ্চালিত শো দিদি নং ১ পেয়েছে ৪.৩ পয়েন্ট। আর সুদিপার রান্নাঘর পেয়েছে ১.১।