লিপস্টিক বিয়ের পর ডিভোর্স! টপার ধূলোকনা, কোথায় জগদ্ধাত্রী, মিঠাই? রইল টিআরপি তালিকা

আজ বৃহস্পতিবার। প্রতিটি সিরিয়াল প্রেমীদের জন্য আজ টিআরপির দিন। টিআরপি বর্তমানে বিপুল পরিমানে প্রাধান্য পায়। তাই সিরিয়ালের মেয়াদ তার উপরেই নির্ভরশীল। জী বাংলা ও স্টার

Nandini

bengali serial trp list on 10th november

আজ বৃহস্পতিবার। প্রতিটি সিরিয়াল প্রেমীদের জন্য আজ টিআরপির দিন। টিআরপি বর্তমানে বিপুল পরিমানে প্রাধান্য পায়। তাই সিরিয়ালের মেয়াদ তার উপরেই নির্ভরশীল। জী বাংলা ও স্টার জলসা বাংলা বিনোদনের জনপ্রিয় দুই চ্যানেল। এই দুই চ্যানেলে সর্বদাই এক রেষারেষি লেগে থাকে। টিআরপি তালিকায় (TRP List) তার ছাপ স্পষ্ট থাকে। তালিকায় উপরের দিকে কে থাকবে বা প্রথম স্থানে কে থাকছে সেই নিয়ে একটা টানটান উত্তেজনা তৈরী হয় দর্শক মাঝে।

জী বাংলা সিরিয়ালের ‘মিঠাই’ ধারাবাহিকটি একটানা তালিকায় টপারের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল কয়েক সপ্তাহ যাবৎ। কিন্তু বর্তমানে মিঠাই ব্যর্থ হচ্ছে তার জনপ্রিয়তা ধরে রাখতে। এখন তালিকায় কখনও ধূলোকনা, কখনও গাঁটছড়া এদেরকেই বেশিরভাগ প্রথম স্থানে দেখা যাচ্ছে।

bengali serial trp on 8th september topper gaatchora

সব সিরিয়ালেই প্রায় চমকপ্রদ মোড় ঘোরানো পর্ব দেখানো হচ্ছে। তবে এবারেও সবাইকে টেক্কা দিয়ে ধূলোকনা আবার বেঙ্গল টপার। জগদ্ধাত্রী সিরিয়ালটি শুরু থেকেই এক বিশেষ গল্প দিয়ে দর্শকের মন কেড়েছে। জগদ্ধাত্রী এবারের তালিকায় তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গাঁটছড়া অনেকটা পিছিয়ে পড়েছে। আর মিঠাই আবারও তালিকায় শেষের দিকে। অর্থাৎ এবারেও মিঠাই তালিকায় দশম স্থানে। দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

ধূলোকনা – ৭.৮ (প্রথম)
জগদ্ধাত্রী – ৭.৭ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া – ৭.৬ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.১
গৌরী এলো – ৬.৯
গাঁটছড়া – ৬.৭
সাহেবের চিঠি – ৬.৬
মাধবীলতা / এক্কা দোক্কা – ৬.৪
নবাব নন্দিনী – ৬.৩
মিঠাই – ৬.২

bengali serial TRP list

বর্তমান নতুন ধারাবাহিক গুলি তালিকায় বেশ কিছুটা এগিয়ে গেছে। তবে মিঠাইকে এবারেও দশম স্থানে দেখে খুশি নন অনুরাগীরা। মিঠাইতে নতুন ট্র্যাক ঢোকানো হচ্ছে। আগামী ১৪ তারিখ থেকে নতুন রূপে মিঠাইকে দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যে প্রোমোও সামনে এসেছে তার। তবে সময় পরিবর্তনও করা হচ্ছে ধারাবাহিকটি সম্প্রচারের। মিঠাই কতটা নিজেকে টিকিয়ে রাখতে পারে সেটাই দেখার।

প্রসঙ্গত, ধারাবাহিকের সাথে সাথে চ্যানেল গুলিতে বিভিন্ন নন ফিকশন শো হয়ে থাকে। তালিকায় তারাও পয়েন্ট পেয়ে থাকেন। আসুন দেখে নেওয়া যাক প্রতিযোগিতার দৌড়ে কোন শো কত নম্বর স্থানে আর তাদের প্রাপ্ত নম্বর কত। এই সপ্তাহে দিদি নং ১ এর রবিবার স্পেশাল এপিসোডের প্রাপ্ত পয়েন্ট ৫.১। সা রে গা মা পা পেয়েছে ৫.০ পয়েন্ট। ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৪.৭ পয়েন্ট। আর রান্নাঘরের প্রাপ্ত পয়েন্ট ০.৯।

× close ad