মনোহরা হাতছাড়া হতেই TRP তালিকায় পিছিয়ে পড়ল মিঠাই! গাঁটছড়ার বিশেষ পর্ব করল বাজিমাত

সাপ্তাহিক টিআরপির অপেক্ষায় থাকেন সিরিয়ালপ্রেমী অনুরাগীরা। তাদের প্রিয় ধারাবাহিক কেমন ফলাফল করল তা জানার উৎসুকতা থেকেই যায় দর্শকের মধ্যে। আর বর্তমানে টিআরপি তালিকায় (TRP List)

Nandini

bengali serial trp on 8th september

সাপ্তাহিক টিআরপির অপেক্ষায় থাকেন সিরিয়ালপ্রেমী অনুরাগীরা। তাদের প্রিয় ধারাবাহিক কেমন ফলাফল করল তা জানার উৎসুকতা থেকেই যায় দর্শকের মধ্যে। আর বর্তমানে টিআরপি তালিকায় (TRP List) জায়গা না পেলে যে একের পর এক ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। আর তার বদলে আসছে নতুন নতুন ধারাবাহিক। ইতিমধ্যে অনেক গুলি ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক এসেছে।

তবে সব নতুন ধারাবাহিকও যে ভালো ফলাফল করতে পারছে তেমনটা নয়। যেমন নতুন ধারাবাহিক সাহেবের চিঠি এখনও পর্যন্ত টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা করে নিতে পারেনি। তবে এবারে জী বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র টিআরপি র প্রথম সপ্তাহ। আর প্রথম সপ্তাহেই বেশ ভালো ফলাফল করতে পেরেছে এই নতুন ধারাবাহিক। আগের সপ্তাহে ‘মাধবীলতা’ও বেশ আশানুরূপ ফলাফল করেছিল। তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ১০ এ কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল।

bengali serial trp on 8th september topper gaatchora

আরও পড়ুনঃ মিঠাই খড়ি ফেল, TRP তে ছক্কা হাঁকালো ‘গৌরী এলো’! প্রথম সপ্তাহেই বাজিমাত ‘মাধবীলতা’র

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

গাঁটছড়া – ৮.২ (প্রথম)
গৌরী এলো – ৮.০ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৭.৪ (তৃতীয়)
মিঠাই – ৭.২
ধূলোকনা – ৭.১
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৮
অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী – ৬.৪
সাহেবের চিঠি / খেলনা বাড়ি – ৫.৯
মাধবীলতা – ৫.৭
এই পথ যদি না শেষ হয় – ৫.৫

জগদ্ধাত্রী প্রথম সপ্তাহে বেশ ভালো ফলাফল করেছে। পাশাপাশি সাহেবের চিঠিও বেশ এগিয়ে এসেছে তালিকায় উপরের দিকে। তবে লালকুঠির রহস্য মানুষের বিশেষ পছন্দ হচ্ছেনা হয়তো। গাঁটছড়ার চমক পর্ব আবার তাকে বেঙ্গল টপার করে দিয়েছে। মিঠাইতে এখন একটু গল্পের মোড় ঘুরেছে তাই মিঠাই কিছুটা পিছিয়ে পড়েছে। তবে অনুরাগীরা আশাহত হননি।

ধারাবাহিকের সাথে সাথে জনপ্রিয় নন ফিক্শন শো গুলির মধ্যে সা রে গা মা পা পেয়েছে ৫.৯ পয়েন্ট। দিদি নম্বর ১ এর রবিবারের পর্বের পয়েন্ট ৫.৩। আর ডান্স ডান্স জুনিয়র ৪.১। রান্নাঘর ১.৩ পয়েন্ট পেয়েছে।

× close ad