সোশ্যাল মিডিয়া একটা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার ধারণা নেই। সোশ্যাল মিডিয়ায় যদি কারোর ভিডিও একবার ভাইরাল হয়, সেই রাতারাতি হয়ে যায় সেলিব্রেটি। এই ঘটনার উদাহরণ আমাদের চোখে ঘোরা ফেরা করছে। তবে এই রাতারাতি সেলিব্রেটি হওয়ার পিছনে কি সত্যিই কি সবক্ষেত্রে তাদের প্রতিভা কাজ করে, নাকি ভাগ্য?
এই সূত্র ধরে যদি ব্যাখা বিশ্লেষণ করা যায়, তাহলে হয়ে যাবে তর্ক-বিতর্ক। এই তর্ক বিতর্কে না হয় পরে আসা যাবে। আমাদের চোখের সামনে মুহুর্তের মধ্যে ভাইরাল সেলিব্রেটির জলজ্যান্ত উদাহরণ হল রানু মন্ডল ও ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) পেশায় একজন বাদাম বিক্রেতা ছিলেন। তিনি বাদাম বিক্রির স্বার্থে একটা গান বেঁধেছিলেন তার বানানো এই একটা গান মুহূর্তে তাঁর ভাগ্য বদলে দিয়েছে।
আজ বাড়ি-গাড়ি-টাকা-পয়সা সব সবকিছু তার হাতের মুঠোয়। এ যেন কোটি টাকার লটারি। এই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে দেশ থেকে বিদেশ, সাধারণ মানুষ থেকে সেলেব্রেটি সবাই কোমর দুলিয়েছেন। সবাই তাঁর গানে বাহবা দিয়েছেন। এখন তো তাঁকে নানান ধরনের যাত্রাপালাতেও দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন ধরনের রিয়েলিটি শোয়ের মঞ্চেও তাঁর দেখা মিলছে।
রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে স্যান্ডি সাহা সকলকেই তাঁর সাথে একই ফ্রেমে দেখা গেছে। তিনি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। আরও কিছু গান তিনি এরই মধ্যে গেয়ে ফেলেছেন। ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’ নামে নিজের ইউটিউব চ্যানেল চালান তিনি। রয়েছে লক্ষ সাবস্ক্রাইবার। এই চ্যানেলে প্রায়ই ভিডিও আপলোড করতে থাকেন তিনি।
তিনি অনেক ভিডিও আপলোড করেছেন, তাতে কখনও দেখা যায়, বাড়ির ছাদে ভুবন বাবু পাখিদের দানা খাওয়াচ্ছেন। আবার কখনওবা নিজের গ্রাম, নিজের বাড়ি এইসব ঘুরে ঘুরে দেখান। কিন্তু তিনি বাংলায় কথা বলেননা বলেন হিন্দিতে। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি।
সম্প্রতি, তার এমনই এক ভিডিও দেখে নেটাগরিকরা হেসে গড়াগড়ি খাচ্ছেন। কারণ সে ভিডিওতে যে হিন্দি ভাষায় কথা বলছে, সেটা শুনেই সবাই হাসছে। কারণ তিনি বাংলা ভুলে ভুলভাল হিন্দি বলছেন। একজন নেট নাগরিক লিখেছেন , ‘কিছু বোঝা যাচ্ছেনা, তুমি বাংলাতেই কথা বলো’। আর একজন লিখেছেন, ‘কাকু বাংলাতেই কথা বলুন, বাংলাতেও ভিউস আসে।’ আর এক নেট নাগরিকের বক্তব্য, ‘হিন্দি যখন বলতে পারেননা, তখন বাংলাতেই বলুন না।’