এই বয়সেই দিব্যি বলছে বড়সড় ডায়লগ, শুরুতেই দর্শকদের মন জিতেছে বোধি, রইল শিশু শিল্পীর আসল পরিচয়

সিরিয়াল দর্শকের বিনোদনের মূল মাধ্যম। প্রায় প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যে থেকে শুনতে পাওয়া যায় সিরিয়াল চলার আওয়াজ। সিরিয়াল শুরু থেকেই মানুষের কাছে প্রিয় ছিল। তবে

Desk

bodhisottor bodhbuddhi serial bodhi actor real identity

সিরিয়াল দর্শকের বিনোদনের মূল মাধ্যম। প্রায় প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যে থেকে শুনতে পাওয়া যায় সিরিয়াল চলার আওয়াজ। সিরিয়াল শুরু থেকেই মানুষের কাছে প্রিয় ছিল। তবে সময়ের সাথে সাথে দর্শকের চাহিদার পরিবর্তন ঘটেছে। বর্তমানবের সিরিয়ালগুলো মানুষের মনোরঞ্জন ও রুচির কথা মাথায় রেখে অন্যরকম চিন্তাভাবনা নিয়ে শুরু করা হচ্ছে। তবে দর্শকের মন জয় করে ধারাবাহিকের আসল উদ্দেশ্য। তাই সেই মনোরঞ্জনের কথা মাথায় রেখে একের পর এক নতুন সিরিয়াল হাজির করছে বিনোদনের চ্যানেলগুলি। সম্প্রতি, জমজমাট নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhiswatter Bodhbudhi)।

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দুটি চ্যানেল হল জী বাংলা (Zee Bangla) ও ষ্টার জলসা (Star Jalsha)। এই দুটি চ্যানেলের মধ্যে সর্বদাই মনোরঞ্জনের লড়াই লেগেই থাকে। অন্যদিকে নিত্যনতুন ভাবনায় ধারাবাহিকের আনাগোনাও চলে। তেমনই গত ৪ ঠা জুলাই জী বাংলার পর্দায় শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhiswatter Bodhbudhi)। এই ধারাবাহিক একটি ছোট্ট শিশুকে নিয়ে।

bodhisottor bodhbuddhi serial bodhi actor real identity

বোধিসত্ত্ব তার নাম। বোধিসত্ত্বর বুদ্ধি হার মানাতে পারে বড়োদেরকেও। তার এই ছোট বয়সে বুদ্ধির তুলনা হয়না। বুদ্ধিদীপ্ত এই ছোট বোধির অভিনয় দর্শকের বেশ ভালো লাগছে। অনেকদিন পর জী বাংলায় বাচ্চাদের নিয়ে ধারাবাহিক শুরু হয়েছে। স্বভাবতই সকলেই পছন্দ করছেন এই ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী বোধির বুদ্ধিতে নাকানি চোবানি খেতে দেখা যাচ্ছে বোধির বাড়ির লোকজন থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরকেও।

আরও পড়ুনঃ ধারাবাহিকে আর থাকবেনা অরিন্দম! নোলকের অন্যত্র বিয়েই কি তবে কারণ, উদ্বিগ্ন অনুরাগীরা

পর্দার এই ছোট্ট বধির আসল পরিচয় জানতে দর্শক বেশ উৎসাহী। বোধিসত্ত্বের আসল নাম রায়ান গুহ নিয়োগী (Rayan Guha Niyogi)। কলকাতার সেন্ট লরেন্স স্কুলের ছাত্র সে। ছোট্ট বোধি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পর্দার বোধির চরিত্রের মতো রায়ান বাস্তবেও অনেক প্রতিভাবান। সে ভালো নাচতে পারে। ভালো আবৃতি করতে পারে। সাথে পড়াশুনাতেও সে খুব মেধাবী।

bodhisottor bodhbuddhi serial bodhi actor real identity

আরও পড়ুনঃ শুধু টিভির পর্দাতেই নয় বাস্তবেও দুই বোন! যমুনা ঢাকির নায়িকারা, রইল আসল পরিচয়

রায়ানের এতো ছোট বয়সে অভিনয় জগতে কিকরে আসা হলো এই প্রশ্নে রায়ানের মা মৌমিতা জানান, রায়ান একটি আবৃতি করেছিল যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখান থেকেই রায়ানের ডাক পরে অভিনয়ের জন্য। আর সে সুযোগও পেয়ে যায়। তবে এতো ছোট বয়সেই রায়ানের এমন অভিনয় দেখে দর্শক ওর মধ্যে আগামী দিনের বড়ো অভিনেতা হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছেন।

× close ad