বর্তমানে স্মার্ট ফোন এসে, সবাই যেন কেমন স্মার্ট হয়ে গেছে, তাই না। স্মার্ট ফোন সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু মানুষকে বেশি করে স্মার্ট করে তুলছে। এর মাধ্যমেই আমরা জানতে পারছি, কত রকমের নিত্যনতুন জিনিস। কত ক্রিয়েটিভিটি। কত রকম জিনিস, একটা কথা প্রচলিত আছে না, টাকা থাকলে নাকি ‘বাঘের দুধ’ও কিনতে পাওয়া যায়। ঠিক তেমনই স্মার্ট ফোন থাকলে কি না করা যায়। এখন ফোনেতে কত রকম সব অ্যাপ এসেছে।
কখনও অ্যাপের মাধ্যমে নিজের মুখ থেকে শরীর অর্থাৎ পুরো মানুষটাই পুতুলের মত দেখতে হয়ে যাচ্ছে, আবার কখনও নিজের মুখ বাচ্ছাদের মত দেখতে হয়ে যাচ্ছে, আবার কখনও নিজেকে ব্রাইডাল রূপে সাজানো হচ্ছে। কখনও আবার বয়স বাড়ানো হচ্ছে, আবার কখনও বয়স কমানো হচ্ছে, আবার কাউকে ছেলে থেকে মেয়ে করা হচ্ছে, আবার মেয়ে থেকে ছেলে করা হচ্ছে। আজ দেখে নেওয়া যাক, এরকমই কয়েকজন বলি অভিনেতাকে (Bollywood actors), যাদের ছবির মাধ্যমে পুরুষ থেকে মহিলা সাজানো হয়েছে।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : একসময়ের জনপ্রিয় বলিউডের সুপার স্টার সঞ্জয় দত্ত। ভিলেন থেকে নায়ক সবেতেই হিট। যেমন হিট, তেমনি বেশ বিতর্কিত মানুষ। জীবন নিয়ে রয়েছে নানান বিতর্ক। পুরো জীবনটাই কন্ট্রোভার্সি। এই অভিনেতাকে মহিলা রূপে কেমন লাগছে দেখুন।
ঋষি কাপুর (Rishi Kapoor) : সত্তর-আশি দশকের চকোলেট বয় ঋষি কাপুর,ফর্সা, স্বাস্থ্যবান, গোলাপি ঠোঁট এইসব বৈশিষ্ট্যের অধিকারী যিনি তিনি ঋষি কাপুর, কেমন লাগছে, মহিলা রূপে ঋষি কাপুরকে দেখুন। মনে হচ্ছে, নায়িকা হলে মন্দ হতনা।
সলমন খান (Salman Khan) : বলিউডের খান সাহেব, বলিউডের সুলতান, বলিউডের ভাইজান, কত নামেই তিনি অভিহিত হন। বিতর্ক তাঁর পিছু ছাড়েনা, তবে বলিউডে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর হাত ধরেই অনেকে হয়েছে বড় বড় সুপারস্টার, অনেক মানুষকে তিনি জায়গা করে দিয়েছেন। সাল্লু ভাইকে কেমন লাগছে মহিলা রূপে দেখুন, পুরুষ রূপে তো হিরো, মহিলা রূপে একেবারে হিরোইন।
বিনোদ খান্না (Vinod Khanna) : বলিউডের মহাতারকা বিনোদ খান্না, কখনও তিনি ভিলেন, কখনও আবার নায়ক, এক অঙ্গে অনেক রূপ তাঁর। মহিলা সাজেও কম যাননা তিনি।
ববি দেওল (Bobby Deol) : বলিউডের সুপারস্টার ববি দেওল, তাঁর মহিলা রূপের ছবি দেখে মনে হচ্ছে যেন ডুপ্লিকেট বলি অভিনেত্রী প্রীতি জিনতা।