মা হচ্ছেন বিপাশা বসু! খবর ছড়িয়ে পড়তেই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা

বলিউডে সর্বত্র এখন খুশির হাওয়া বইছে। একের পর এক অভিনেত্রী নিজেদের মাতৃত্বের সুখবর দিচ্ছেন। প্রথমে সোনম কাপুর, তারপর অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রীদের এমন একটা সুখবর

Desk

bollywood actress bipasha basu pregnant soon they will announce

বলিউডে সর্বত্র এখন খুশির হাওয়া বইছে। একের পর এক অভিনেত্রী নিজেদের মাতৃত্বের সুখবর দিচ্ছেন। প্রথমে সোনম কাপুর, তারপর অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রীদের এমন একটা সুখবর অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। আবার এই ট্রেন্ডের হওয়ায় শুধু শুধু নাম জড়িয়েছে আরও কিছু অভিনেত্রীর। এর আগে নাম জুড়েছিলো অভিনেত্রী রানী মুখার্জীর। এবারে নাম জুড়লো বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu)।

সম্প্রতি, অভিনেত্রী বিপাশা বসুর জীবনে সুখবর আসার খবর পাওয়া গেলো। এই গুঞ্জনে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। দীর্ঘ ছয় বছর হল অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover) বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তাদের ঘরে কোনো সুখবর এখনো পর্যন্ত শোনা যায়নি। যদিও এই প্রসঙ্গ কখনও উঠলে অভিনেতা ও অভিনেত্রী জানিয়েছিলেন যে, ভগবানের ইচ্ছাই সব। ‘ওনার যখন মর্জি হবে তখনই সুখবর শোনাব’।

তবে এই বিষয়ে অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট সকলের উপরে। এই তারকা দম্পতি বিয়ের দুই মাসের মধ্যেই নিজেদের সুখবর ভাগ করে নিয়েছেন দর্শকের সাথে। তবে সদ্য দম্পতির তালিকায় রয়েছেন আরও তারকা তাদের সুখবরের জন্যও অপেক্ষায় আছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে এক অভিনয়ের সূত্রে অভিনেতা করণ ও অভিনেত্রী বিপাশার যোগাযোগ হয়। তাদের মাঝে এক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে তাদের এই সম্পর্কে একসময় হয়েছিল অনেক কাদা ছোঁড়াছুড়ি। আসলে অভিনেতা করণ সিং গ্রোভার এর আগে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিন্তু সেই বিয়ে টেকেনি। তাই তার মনে বিয়ে নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। এছাড়াও অভিনেত্রী অভিনেতার থেকে বয়সে অনেকটাই বড়ো ছিলেন যার কারণে তাদের নিন্দুকের শিকার হতে হয়েছিল।

bollywood actress bipasha basu pregnant soon they will announce

তবে সব নিন্দা, সকল জল্পনা কাটিয়ে ২০১৬ সালে এই তারকারা বিয়ের পিঁড়িতে বসেন। অভিনেত্রী বলিউডে জনপ্রিয়তা পেলেও তিনি আসলে বঙ্গ কন্যা। আর অভিনেতা করণ সিং গ্রোভার পাঞ্জাবি। তাই এই তারকা জুটির বিয়েতে পালন হয়েছিল দুই রীতি। বাঙালি ও পাঞ্জাবি উভয় রীতি মেনেই এই তারকাদের বিয়ে হয়। এরপর তারা ৬ বছর একসাথে কাটিয়ে ফেলেছেন। আজও তাদের সম্পর্ক একই রকম।

আরও পড়ুনঃ দ্বিতীয় বার মা হতে চলেছেন রানী মুখার্জী, মন্দিরে এসেই প্রকাশ্যে এল অভিনেত্রীর বেবি বাম্প!

প্রসঙ্গত, দীর্ঘ সময় পর অভিনেতা অভিনেত্রী বাবা-মা হচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তে তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে একথার সত্যতা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে অভিনেতা বা অভিনেত্রী নিজে থেকে কোনো খবর এখনও জানাননি।