ভারতের প্রথম ছবি যা রিমেক হতে চলেছে কোরিয়ায়! অভিনয়ে থাকবেন এই অস্কারজয়ী অভিনেতা

বাংলা থেকে হিন্দি, আবার হিন্দি থেকে বাংলা, কিংবা আরও অনেক ভাষায় রিমেক হয়েছে অনেক ছবি এবং ধারাবাহিক। উদাহরণ দিতে গেলে শেষ হবেনা। আর এই রিমেক

Saranna

bollywood film drishyam going to remake in korea

বাংলা থেকে হিন্দি, আবার হিন্দি থেকে বাংলা, কিংবা আরও অনেক ভাষায় রিমেক হয়েছে অনেক ছবি এবং ধারাবাহিক। উদাহরণ দিতে গেলে শেষ হবেনা। আর এই রিমেক হওয়াটা কিন্তু খুবই গর্বের। একটা ভাষায় তৈরি হয়ে সেটা আরও অনেক ভাষায় দেখা যাবে, সারা বিশ্বের মানুষ সেটা দেখবে এটা খুবই আনন্দের। তবে এমন অনেক ভাষা আছে, যে ভাষায় এখনও হিন্দি বা বাংলার রিমেক হয়নি।

অর্থাৎ কোনো ভারতীয় ছবি রিমেক হয়নি। তবে এবার হবে। ভারতের ইতিহাসে এই প্রথম দেখা যাবে। ভারতীয় ছবি কোরিয়ান ভাষায় মুক্তি পেতে। ২০১৫ সালে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ (Drishyam)। এরপর ২০২২ এ মুক্তি পায় দৃশ্যম ২। প্রথমবারের মত এই সিক্যুয়েলরও জনপ্রিয়তা বেশ ছাপিয়ে যায়। এই ক্রাইম থ্রিলার এই দুই সাফল্যের পর এবার সোজা বিদেশে পাড়ি দিয়েছে।

bollywood movie drishyam going to remake in korea

কোরিয়ান ভাষায় মুক্তি পাবে এই ছবি। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এছাড়াও রবিবার কান চলচ্চিত্র উৎসবে তা ঘোষণা করা হয়। এই খবরে সকলেই বেশ আনন্দিত। এতদিন অনেক ছবি অনেক ভাষায় রিমেক হয়েছে, কিন্তু এই প্রথম কোনো ভারতীয় ছবি কোরিয়ান ভাষায় মুক্তি পাচ্ছে।

দৃশ্যম-এর দুই প্রযোজক প্যানোরমা স্টুডিয়োস এবং কুমার মঙ্গত পাঠকের সঙ্গে কোরিয়ান প্রযোজনা সংস্থা অ্যান্থলজি স্টুডিয়োস পরিচালনা করবেন।  মুখ্য চরিত্রে থাকবেন ‘স্নোপিয়ারসার’ খ্যাত দক্ষিণ কোরিয়ান সুপারস্টার সং কাং-হো (Song Kang-Ho)। ২০১৩ সালে মালায়ালম ভাষায় তৈরি হয় ‘দৃশ্যম’। তখন এই ছবির নায়ক ছিলেন মোহনলাল। এরপর ২০১৫ তে হিন্দিতে ছবিটি রিমেক হয়।


তখন নায়ক ছিলেন অজয় দেবগন। বক্স অফিসে এই দুই ছবি বেশ সাফল্য পেয়েছে । এবার কোরিয়ান ভাষায় কেমন হয় সেটাই দেখার। ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক বলেন, ‘আমি উচ্ছসিত দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় রিমেক হবে। হিন্দি চলচ্চিত্রে এই প্রথম। এতদিন আমরা কোরিয়ান ছবির মাধ্যমে জাদু খুঁজে পেতাম, এখন তারা আমাদের ছবির মধ্যে জাদু খুঁজে পেয়েছে।’

× close ad