চলচ্চিত্র নির্মাণ কোনো একজন মানুষকে নিয়ে সম্ভব নয়। একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে থাকেন হাজারো মানুষ। পরিচালক, প্রযোজক, থেকে শুরু করে তারকা সকলের সহযোগিতায় গড়ে ওঠে একটি বক্স অফিস কাঁপানো সিনেমা। কিছু তারকার যাত্রা পথ তারকা পরিবারের সদস্য হওয়ার সুবাদে মসৃন হয়ে থাকে। কিন্তু, নতুন সম্পূর্ণ বাইরের জগতের কাউকে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে কঠিন সংগ্রাম করতে হয়। টলিউড অভিনেত্রী রীতা কয়রালকেও (Rita Koiral) অনেক কঠিন সংগ্রাম করতে হয়েছে নিজেকে প্রতিষ্ঠা করতে।
চলচ্চিত্র জগতে সুযোগ পেতে তারকাদের অনেক কঠিন সময়ের সম্মুখীন হতে হয়। আজ এমনই একজন টলিউড অভিনেত্রীর কথা বলবো। তিনি সত্যিই ইন্ডাস্ট্রির একজন জাত অভিনেত্রী ছিলেন। তিনি হলেন টলিউড অভিনেত্রী রীতা কয়রাল (Rita Koiral)। বাংলা ইন্ডাস্ট্রিতে বড়ো পর্দা ও ছোট পর্দায় অভিনেত্রী সমান তালে কাজ করে গেছেন। এই অভিনেত্রীকে মূলত নেতিবাচক চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে। অভিনেত্রী বেশ গুণী ছিলেন।
এই অভিনেত্রী প্রথম জীবনে দূরদর্শনে সংবাদ পাঠ করতেন। সেখান থেকেও নিজের ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও তিনি একজন খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন। পরবর্তীকালে নাচের মাধ্যম দিয়েই অভিনেত্রী ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। আজ তিনি আছেন কেবল স্মৃতিতে।
এই অভিনেত্রী একসময় যাত্রা, থিয়েটারেও অভিনয় করেছেন। তিনি একসাথে স্ক্রিপ্ট এর অনেকগুলি পাতা কেবল একবার দেখে মুখস্ত করে ফেলতেন। তাকে ইন্ডাস্ট্রিতে ‘লেডি বিবেকানন্দ’ বলে ডাকা হত। অভিনয়ের পাশাপাশি নাচকে ভালোবেসে নাচের একটি স্কুলও তিনি চালাতেন। তবে এতো প্রতিভাবান হয়েও ইন্ডাস্ট্রিতে তিনি পাননি প্রাপ্য সন্মান। লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে তিনি পরলোক গমন করেন।
২০০০ সালে জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) পরিচালনায় বাড়িওয়ালি নামক একটি চলচ্চিত্রে কিরণ খের এর ডাবিংয়ে গলা দিয়েও প্রাপ্য সন্মান মেলেনি তার। বদলে হয়েছিলেন প্রতারণার শিকার। সেই চলচ্চিত্রটি যখন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয় সেই সময় অভিনেত্রী রীতা কয়রালকে জাতীয় পুরস্কার থেকে করা হয়েছিল বঞ্চিত। সেই ছবির ডাবিং নিয়ে অনেক বড়ো গন্ডগোলের সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুনঃ জাতীয় পুরস্কার পেয়েও পাননি যোগ্য সন্মান! আক্ষেপের সুর মৃণাল মুখোপাধ্যায় কন্যা জোজোর গলায়
জানা যায়, জুড়ি মেম্বাররা সিদ্ধান্তও নিয়েছিলেন কিরণ খের ও রীতা কয়রালকেএকত্রে জাতীয় পুরস্কার দেওয়ার কিন্তু অভিনেতা অনুপম খের (Anupam Kher) অস্বীকার করেছিলেন যে ওই ছবিতে রীতা কয়রাল ডাবিং করেছিলেন বলে। সাথে শোনা যায়, তিনি অভিনেত্রী রীতা কয়রালকে তার ক্যারিয়ার শেষ করার হুমকিও দিয়েছিলেন। খুব আশ্চর্যের বিষয় যে, সেই সময় অভিনেত্রী টলিউডের কোনো তারকাকেই নিজের পাশে পাননি। কেউই তার হয়ে একটি কোথাও বলেননি।