টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, চাঁদনী সাহা (Chandni Saha)। যিনি সকলের কাছেই বেশ জনপ্রিয় অভিনেত্রী। শুরুটা হয়েছিল, মুখ্য চরিত্রের মাধ্যমে, কিন্তু বর্তমানে পার্শ্ব চরিত্রেই জয়জয়কার। এ হেন অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল, ‘মাধবীলতা’ ধারাবাহিক এবং মাধবীলতার দিদি মালতি চরিত্রে। এই ধারাবাহিক মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যায়। তবে বেশি প্রশংসা পেয়েছিলেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে।
মাধবীলতা শেষ, তাহলে কি আর অভিনেত্রী অন্য নতুন ধারাবাহিকে ফিরবেনা? এমনটাই প্রশ্ন করছেন অনুরাগীরা। কারণ একটা ধারাবাহিক শেষ হলেই অন্য ধারাবাহিকে যেতে বেশি সময় নেননা কলাকুশলীরা। তাহলে অভিনেত্রীকে কেন দেখা যাচ্ছে না? যাদের মনে এই সংশয়, তাদের জন্য রইল দারুণ সুখবর। আবার দেখা যাবে অভিনেত্রীকে। একটি নতুন ধারাবাহিক ‘নায়িকা নং ১’ (Nayika No.1) এ।
তবে এই ধারাবাহিক আসতে চলেছে কালার্স বাংলার পর্দায়। এই ধারাবাহিকে দেখা যাবে চাঁদনী কে। তবে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এছাড়াও অফিসিয়ালি এই নিয়ে কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি। এবার সময়ই বলবে অভিনেত্রী এই ধারাবাহিকে থাকছেন কি না? ব্লুজ প্রোডাকশনের এই ধারাবাহিকে লিড রোলে থাকছেন ‘কন্যাদান’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey) এবং ‘আয় তবে সহচরী’র টিপু অর্থাৎ অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘যে রাঁধে সে চুলও বাঁধে’, প্রমাণ করলেন চাঁদনী! অভিনয় ছেড়ে নতুন জগতে অভিনেত্রী
সম্প্রতি অভিনেত্রী একটি কবিতার বই লিখেছেন, যার নাম ‘তিন সত্যি’। এই কবিতা সংকলনটিতে চল্লিশটা কবিতা আছে। রোদরং প্রকাশনা থেকে আগামী 4 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। বইমেলা তেও এই বই বিক্রয় হয়েছে। উল্লেখ্য, অভিনেত্রী চাঁদনী সাহাকে সবসময় পার্শ্ব চরিত্রে দেখা যায় কেন? এটা সবারই মনে প্রশ্ন এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন।
‘২০২২ এ এসে নায়িকা হওয়ার ভাবনাটাই এখন বোকা বোকা ব্যাপার। আর আমি এর আগে অনেকগুলো লিড চরিত্রে অভিনয় করেছি। লিড রোলে কাজ করার সখ পূরণ হয়ে গেছে। পরপরই যদি একইরকম ভাবে মুখ্য চরিত্রে কাজ করতে থাকি, তাহলে আমার গ্রহণযোগ্যতায় কমে যাবে। তাই একই রকম চরিত্রে না থেকে নতুন নতুন কাজ করে নিজেকে নতুন ভাবে মেলে ধরতে চাই’।