কয়েকদিন আগের একটা খবরে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1) অনুরাগীদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল, যখনই তারা শুনেছিল, বন্ধ হয়ে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান। তারা কখনোই চাননি, এই রিয়েলিটি শো বন্ধ হোক। কারণ সবাই আশা করে থাকে, এই রিয়েলিটি শোয়ে আসবেন, এসে নিজের গল্প শোনাবেন। আর যারা আসতে পারেননা, তারা সংগ্রামীদের গল্প শুনে অনুপ্রাণিত হন। তবে চিন্তা নেই, শেষ হচ্ছে না দিদি নাম্বার ওয়ান।
এই শো বন্ধ হওয়ার গুঞ্জনের বেশ কিছু কারণ ছিল । প্রথমত, কয়েকদিন আগেই মিথ্যা অপবাদ শোনা যায়, দিদি নাম্বার ওয়ান সম্পর্কে। যে বা যারা এই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন, তারা প্রত্যেকেই নিজের সত্যি গল্প শোনায় না, বানিয়ে, স্ক্রিপ্ট তৈরি করে বলে। আর এজন্যই বন্ধ হোক দিদি নাম্বার ওয়ান।
দ্বিতীয়ত, জি বাংলার দর্শকরা জানেন, ইতিমধ্যেই তারা একটা রিয়েলিটি শো লঞ্চ করছে, যার নাম হল ‘ঘরে ঘরে জি-বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। এই শোয়ের প্রোমো দেখে সকলেই ভেবেছিল এই শো দিদি নাম্বার ওয়ান এর বদলে আসবে, আর শেষ হয়ে যাবে রচনার শো। কারণ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় প্রাইম টাইম, এখানে শুধুই ধারাবাহিক দেখানো হয়। আর ৪টে থেকে ৬ টা নন প্রাইম টাইম সেখানে দেখানো হয় রিয়েলিটি শো।
সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো দেখে সকলেই খুশি। কারণ ইন্দ্রানী হালদারের পরিচালিত নতুন শোয়ের টেলিকাস্ট হবে বিকাল ৪:৩০ থেকে ৫ টা পর্যন্ত। আর দিদি নাম্বার ওয়ান তার নিজের স্লটেই থাকছে। এ হেন খবরে অনুরাগীরা বেশ খুশি হয়েছে তা বলাই যায়।
বর্তমানে ৪:৩০ থেকে হয় রান্নাঘর। তাহলে এই শো কি বন্ধ হয়ে যাচ্ছে? নাকি ৪ টে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। তবে দিদি নাম্বার ওয়ান যেমন বহু পুরানো একটি রিয়েলিটি শো, তেমনই রান্নাঘরও তাই। দেখা যাক, কি করে চ্যানেল কর্তৃপক্ষ।