TRP তলানিতে, তাই ‘তুঁতে’ সিরিয়ালটি নিয়ে চ্যানেল নিল বড় সিদ্ধান্ত, মন খারাপ দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) প্রায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হল ‘তুঁতে’ (Tunte)। বাংলার শাড়ির এক শিল্পকার্যকে তুলে ধরার প্রয়াস করা হয়েছে এই ধারাবাহিকে। তবে

Nandini

chennel take a big decesion for tunte serial

স্টার জলসার (Star Jalsha) প্রায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হল ‘তুঁতে’ (Tunte)। বাংলার শাড়ির এক শিল্পকার্যকে তুলে ধরার প্রয়াস করা হয়েছে এই ধারাবাহিকে। তবে বর্তমানে সব ধারাবাহিকই প্রায় একটা বিশেষ গল্প নিয়ে শুরু হলেও পরে সাংসারিক কুটকাচালিতে ঢুকে গিয়ে মূল গল্প থেকেই হারিয়ে যায় ধারাবাহিক গুলি। তুঁতে সিরিয়ালটিতেও বর্তমানে তুঁতে আর রঙ্গনের বিয়ে হয়ে গেছে দেখা গেছে।

রঙ্গনের দাদা যে ঠিক নয় তা জানতে পারে তুঁতে, আর সেই কথা সে রঙ্গনকেই জানায়। তবে রঙ্গন তার দাদাকে ভীষণ বিশ্বাস করে, আর তাই তুঁতের মুখ থেকে এমন কথা শুনে তাতে শাস্তি দিতে এমন সিদ্ধান্ত নেয় রঙ্গন। ধারাবাহিকে তুঁতে চায় একজন ফ্যাশন ডিজাইনার হতে। তুঁতে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করবে সেটার অপেক্ষাতেই আছেন দর্শক।

তবে এই ধারাবাহিকটি শুরুর পর থেকেই বিশেষ টিআরপি পাচ্ছেনা। জগদ্ধাত্রীর বিপরীতে একেবারে মার খাচ্ছে তুঁতে। যেখানে জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রতি সপ্তাহে তালিকায় দ্বিতীয় স্থানে থাকতে দেখা যাচ্ছে, সেখানে তুঁতে জায়গা করে নিতে পারেনি সেরা দশ ধারাবাহিকের তালিকাতেও।

এরই মাঝে শোনা গেলো টিআরপি না পাওয়ার কারণে তুঁতে ধারাবাহিকটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। এর আগেও আমরা দেখেছি কোনো ধারাবাহিক টিআরপি না পেলে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সে সেই ধারাবাহিকের আয়ু যতই কোনদিন হোক না কেন। তবে চিন্তার কিছু নেই তুঁতে এখনই বন্ধের সিদ্ধান্ত নেননি চ্যানেল কর্তৃপক্ষ। বরং অন্যরকম বদল আসতে চলেছে এই ধারাবাহিকে।

ধারাবাহিকের পরিচালক বদল করা হয়েছে। হ্যাঁ, এমনটাই শোনা গেছে। এই ধারাবাহিকের পরিচালনায় শুরু থেকে ছিলেন পরিচালক মনোজিৎ মজুমদার তবে এবার তাকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে পরিচালক সায়ন দাশগুপ্তকে। এই ঘটনা যদিও নতুন নয়, বাংলা ধারাবাহিকে এমন এর আগেও দেখা গেছে। বিশেষ করে এই মনোজিৎ মজুমদারকেই একসময় সাহেবের চিঠিতে পরিচালক বিধান পালকে সরিয়ে আনা হয়েছিল। আজ তার সাথেও একই জিনিস ঘটল।

× close ad