রবিবারের একঘেয়ে মাংসকে করে তুলুন স্পেশাল, রইল বনেদি স্টাইলে কাঁচালঙ্কা মুরগি তৈরির সহজ রেসিপি

আজ রবিবার। রবিবার মানেই তো জমিয়ে খাওয়াদাওয়া, সারাদিন ছুটির মজা। আর এই খাওয়াদাওয়ার মাঝে চিকেন না থাকলে রবিবার আমেজ লাগে না তাই না। তবে একঘেয়ে

Desk

Chicken with Green Chilli Recipe kacha lonka murgi recipe

আজ রবিবার। রবিবার মানেই তো জমিয়ে খাওয়াদাওয়া, সারাদিন ছুটির মজা। আর এই খাওয়াদাওয়ার মাঝে চিকেন না থাকলে রবিবার আমেজ লাগে না তাই না। তবে একঘেয়ে রান্না খেতে কারই বা ভালো লাগে বলুন। রান্নায় একটু বৈচিত্র না আনলে রান্না তো বড্ডো একঘেয়ে হয়ে পরে। তখন প্রিয় খাবার বেস্বাদ লাগতে শুরু করে। তবে আজ আমি আবার হাজির হয়েছি আপনার মুখের স্বাদ বদলাতে। নিয়ে এসেছি মাংসের এক নতুনত্ব রান্না। তো আসুন আজ দেখে নিন কাঁচালঙ্কা মুরগির রেসিপি (Chicken with Green Chilli Recipe)।

kacha lonka murgi recipe

কাঁচালঙ্কা মুরগির রেসিপি উপকরণ (Chicken with Green Chilli Recipe Ingredients)

  • মুরগির মাংস
  • টক দই
  • আদা বাটা
  • রসুন বাটা
  • গোলমরিচ গুঁড়ো
  • এলাচ
  • লবঙ্গ
  • দারুচিনি
  • পিঁয়াজ কুচি
  • কাঁচালঙ্কা বাটা
  • জিরে গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • গোটা কাঁচালঙ্কা
  • ঘি

কাঁচালঙ্কা মুরগির রেসিপি প্রণালী (Chicken with Green Chilli Recipe Instructions)

  • প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন।
  • এবার টক দই, নুন, আদা বাটা, রসুন বাটা (অল্প পরিমানে) দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন।

kacha lonka murgi recipe

  • কড়াইতে তেল গরম করুন।
  • তাতে লবঙ্গ,এলাচ, দারুচিনি দিন। তারপর পিঁয়াজ কুচিটা দিয়ে দিন।

kacha lonka murgi recipe

  • পিঁয়াজ লাল করে ভেজে নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন।
  • এবার জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিন। ভালো করে নেড়ে নিয়ে মাংস কড়াইতে দিয়ে দিন।
  • এবার ভালো করে মাংস কষিয়ে নিন। ৮-১০ মিনিট ধরে।

kacha lonka murgi recipe 3

  • কষার মাঝখানে নুন, ও সামান্য হলুদ দিয়ে দেবেন।
  • মাংস ভালোভাবে কষা হয়ে গেলে জল ঢেলে দিন।
  • তারপর ৩-৪ টে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন আর ১ চামচ ঘি দিয়ে দিন।

আরও পড়ুনঃ রবিবারের দুপুরে বাড়িতেই হবে রাজকীয় আয়োজন, রইল চিকেন মালাইকারি তৈরির সহজ রেসিপি

kacha lonka murgi recipe 4

  • ভালো  করে ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন।
  • গরম গরম পরিবেশন করুন।
× close ad