আবার এক ধারাবাহিকে ছুটির ঘন্টা, কয়েক মাসের ব্যবধানেই শেষ হচ্ছে এই সিরিয়াল!

সব চ্যানেলেই এখন ধারাবাহিক শেষের হাওয়া। জি থেকে স্টার সব চ্যানেলেই দেখা যাচ্ছে, নতুন ধারাবাহিকের আগমন, আর শেষ করে দেওয়া হচ্ছে পুরানো ধারাবাহিক। সব চ্যানেলেই

Saranna

colors bangla serial indrani will ending soon

সব চ্যানেলেই এখন ধারাবাহিক শেষের হাওয়া। জি থেকে স্টার সব চ্যানেলেই দেখা যাচ্ছে, নতুন ধারাবাহিকের আগমন, আর শেষ করে দেওয়া হচ্ছে পুরানো ধারাবাহিক। সব চ্যানেলেই একই ঘটনা। জি বাংলার মিঠাই, সোহাগ জল , স্টার জলসার এক্কাদোক্কা প্রভৃতি ধারাবাহিকের অবসান ঘটবে বলে জানা যাচ্ছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আরও একটি ধারাবাহিকের অবসান ঘটবে । 

কালার্স বাংলার (Colors Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইন্দ্রাণী’ (Indrani)। অসম বয়সী প্রেমের গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী এবং রাহুল গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কালার্স বাংলার আসন্ন ধারাবাহিক ‘রাম কৃষ্ণা’র জন্য নাকি শেষ হচ্ছে এই ধারাবাহিকের পথচলা। এই মেগার যাত্রা শুরু হয়েছিল গত বছর জুলাই মাসে।

colors bangla serial indrani will end soon

শুরু থেকেই ইন্দ্রাণী-আদিত্যর যুগলবন্দী সকলের মন কেড়েছে। তাঁর ১২ বছরের মেয়ে রয়েছে, মেয়েকে সাক্ষী রেখেই আবার বিয়ের পিঁড়িতে বসে ইন্দ্রাণী । আর এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়েছেন অনুরাগীরা। তাদের বক্তব্য, এই ঘটনা সমাজকে নোংরা বার্তা দিচ্ছে। তাই অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক এই ধারাবাহিক। এক নেটিজেন লিখেছেন, ‘হাসি পায় সিরিয়ালের নমুনা দেখে হাঁটুর বয়সী আদির সাথে বিয়ে দেয়া হলো ইন্দ্রানীকে।

সমাজকে এইসব ভালোবাসার হাতছানি শেখানো হচ্ছে। এই হলো সিরিয়াল’। দর্শকরা আর দেখতে চাইছেননা, পাশাপাশি টিআরপি তালিকাতেও চোখে পড়েনা, আর তাই শেষের পথে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে যিনি রয়েছেন অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী জানান, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, চ্যানেল কর্তৃপক্ষ, দেখা যাক কি হয়’।

colors bangla serial indrani will replace by upcoming serial ram krishna

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিক ‘রাম কৃষ্ণা’ (Raam Krishnaa)র প্রোমো ভিডিও। এই ধারাবাহিকের মূখ্য ভূমিকায় অর্থাৎ রামানন্দের চরিত্রে রয়েছেন, ‘কন্যাদান’ খ্যাত নীলাঙ্কুর মুখোপাধ্যায়। আর নায়িকা কৃষ্ণার চরিত্রে দেখা যাবে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ খ্যাত নন্দিনী দত্ত। এই প্রোমো ভিডিও সকলের বেশ ভালোই লেগেছে। সকলে এই প্রোমো দেখে প্রশংসা করেছেন। 

× close ad