এখন চারিদিকে চলছে নতুন ধারাবাহিকের রমরমা বাজার। নতুন ধারাবাহিক আসছে, আর পুরাতন ধারাবাহিকের অবসান ঘটছে। এরকম আসা যাওয়া চলতেই থাকছে। ইতিমধ্যেই এসেছে, ‘রামপ্রসাদ’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, ‘মুকুট’ ধারাবাহিকের নতুন সব প্রোমো। এরই মাঝে খবর এল, কালার্স বাংলায় (Colors Bangla) আসতে চলেছে এক নতুন ধারার ধারাবাহিক। এক অন্যরকম গল্প বলবে এই ধারাবাহিক।
সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রোমো। ধারাবাহিকের নাম, ‘রাম কৃষ্ণা’ (Raam Krishnaa)।ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, কলিযুগে জন্ম নিয়েছে রাম। সেই রাম পড়াশোনা থেকে খেলাধূলা সবেতেই ফার্স্ট। আর তাই মেয়েদেরও ক্রাশ। কিন্তু রাম পাক্কা ব্রহ্মচারী। নিষ্ঠাবান পূজারী, ঈশ্বরের পূজা করেই সে শান্তি পায়। ছোটো থেকে বড় সবার পাশে সবসময়। খাঁটি ফ্যামিলি ম্যান সবার হিরো।
আর রামানন্দকে ব্রহ্মচারী থেকে সংসার জীবনে নিয়ে আসবে, কোন উর্বশী? সেই নিয়েই কাহিনী। যদিও প্রোমোতে দেখা মেলেনি সেই উর্বশীর। তবে প্রোমোর পোস্টারে দেখা মিলেছে তার উর্বশীর। অর্থাৎ কৃষ্ণাকে। তবে জানা যাচ্ছে কৃষ্ণা তার থেকে একেবারেই আলাদা। সে বড়লোক বাড়ির মেয়ে। এই কৃষ্ণাই রামানন্দের জীবনে এসে রামানন্দের জীবন একেবারে বদলে দেবে। এই ধারাবাহিকের মূখ্য ভূমিকায় অর্থাৎ রামানন্দের চরিত্রে রয়েছেন, ‘কন্যাদান’ খ্যাত নীলাঙ্কুর মুখোপাধ্যায়।
আর কৃষ্ণার চরিত্রে দেখা যাবে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ খ্যাত নন্দিনী দত্ত। এই প্রোমো ভিডিও সকলের বেশ ভালোই লেগেছে। সকলে এই প্রোমো দেখে প্রশংসা করেছেন। কারণ এখন সব ধারাবাহিক হয়ে গেছে নারীকেন্দ্রিক এবং পরকীয়ায় ভর্তি। এরকম জীবনের অধিকারী পুরুষাশিত ধারাবাহিক দেখা যায়না।
এই ধারাবাহিক একেবারেই অন্যরকম। অন্যভাবে ভালোলাগা, অন্যভাবে ভালোবাসা। এবার দেখা যাক, কতটা মন জয় করতে পারে দর্শকদের। তবে কোন ধারাবাহিকের অবসান ঘটিয়ে এই ধারাবাহিক আসবে তা এখনো জানা যায়নি। ইন্দ্রানী, সোহাগ চাঁদ, টুম্পা অটোওয়ালি, ফেরারি মন এর মতো ধারাবাহিক এখনও চলছে, এখনও জানা যায়নি, কার কপাল পুড়বে।