দেবশ্রী রায় (Debashree Roy), যাকে সবাই চেনেন ‘কলকাতার রসগোল্লা’ এই বিখ্যাত গানটির জন্য। এই জনপ্রিয় অভিনেত্রী বহুকাল ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। কখনও সে তরুণ মজুমদারের কুহেলি, আবার কখনও দাদার কীর্তির বীণা। আবার কখনও বা উনিশে এপ্রিলের মিঠু বা ড: অদিতি সেন। একই অঙ্গে এত চরিত্র, কোনটা ছেড়ে কোনটা বলব, আরও অনেক বিখ্যাত বিখ্যাত চরিত্রের সম্ভার রয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায়ের ঝুলিতে।
১৯৬৬ এর ‘পাগল ঠাকুর’ দিয়ে অভিনয় শুরু হলেও, তিনি বিশেষ ভাবে পরিচিতি পায়, তরুণ মজুমদারের ‘কুহেলি’ ছবিতে। তখন তাঁর নাম ছিল চুমকি। ইচ্ছে ছিলেন অভিনয়ের, বরং নাচ নিয়েই এগিয়ে যাব, এই ছিল মনের ভাবনা। কিন্তু মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। কুহেলির পর এই ছোট্ট চুমকির ডাক আসে, হিন্দি ছবি ‘বালিকা বধু’র জন্য। এরপরই তরুণ মজুমদার তার নাম বদলে রাখেন দেবশ্রী।
এইভাবেই শুরু হয়েছিল পথচলা, এরপরেই সেই বিখ্যাত ছবি ‘দাদার কীর্তি’ তে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও অনেক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। অভিনয় দুনিয়া ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। ২০২০ তে রাজনীতিকে বিদায় জানিয়ে ফিরেছিলেন ‘সর্বজয়া’ ধারাবাহিকে। প্রমাণ করেছিলেন, তিনি এখনও নতুনদের টেক্কা দিতে পারেন।
সম্প্রতি তিনি আবারও শিরোনামে উঠে এসেছেন। বয়স ৬১ হলে কি হবে, দেখে মনে হবে এখনও সেই তারুণ্যময়ী দেবশ্রী। তাঁর পূজোর নতুন তিনটি লুক দেখে অনুরাগীরা সকলেই অবাক। উৎসবের তারতম্যে সাজলেন নতুন লুকে, নতুন ভাবে।
একটা ছবিতে দেখা যাচ্ছে, পরনে সোনালী রঙের ব্লাউজ, শ্যাওলা রঙের শাড়ি, মাথায় সোনালী পাগড়ি, একেবারে যেন চিত্রাঙ্গদা। আবার আর একটা ফটোতে দেখা যাচ্ছে , সাদাকালো শাড়ির সাথে কালো টপ আর লাল রঙের জ্যাকেট। পায়ে কালো সিলেটো । পুরো ফিউশন লুক। অপর ফটোতে দেখা যাচ্ছে, একেবারে মেটাল লুক। কে বলবে বয়স ৬১!
তাঁর চিত্রাঙ্গদা লুক দেখে নেটিজেনরা বলছেন, ‘অসাধারণ দেখতে লাগছে’। তাঁর ফিউশন লুক দেখে নেটিজেনদের দাবি, ‘এভারগ্রীন টলি কুইন, সত্যি আপনার কাছে সব নায়িকা ফেল’। তাঁর মেটাল লুক দেখে এক নেটিজেন বলছেন, ‘আগের দেবশ্রী কে ফিরে পেলাম’।