মিঠাই-মিতুল বাদ, দর্শকের চোখে সেরা মায়ের তকমা পেল ‘অনুরাগের ছোঁয়া’র দীপা!

অভিনয়ে নানান ধরনের চরিত্র থাকে, কেউ মা, কেউ স্ত্রী, কেউ শাশুড়ি এছাড়াও আরও অনেক শেড থাকে। কিন্তু সবথেকে কঠিন শেড হল মায়ের চরিত্র। মায়ের চরিত্রে

Saranna

deepa is the best mother over mitul and mithai for netizen

অভিনয়ে নানান ধরনের চরিত্র থাকে, কেউ মা, কেউ স্ত্রী, কেউ শাশুড়ি এছাড়াও আরও অনেক শেড থাকে। কিন্তু সবথেকে কঠিন শেড হল মায়ের চরিত্র। মায়ের চরিত্রে যেমন তেমন ভাবে অভিনয় করলে হয় না। ভিতর থেকে একটা আন্তরিকতা, একটা মায়া-মমতার ভাব দরকার। তবেই হওয়া যায় সার্থক মায়ের চরিত্র। তাই তো সবাইকে দিয়ে মায়ের চরিত্র করানো হয় না। তেমনই বর্তমান বাংলা সিরিয়ালের (Bengali Serial) কয়েক জনপ্রিয় মা দর্শকের মনে জায়গা করে নিয়েছে। 

জি থেকে স্টার এই চ্যানেলের সব ধারাবাহিকেই থাকে মায়ের চরিত্র। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাই, ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)তে মিতুল আর ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chowa) দীপা। এই তিন মা নিয়ে সব সময় জোর চর্চা হয়, কে ভালো মা? কে সত্যিই বাস্তবের জোগ্য মা। এই নিয়ে দর্শকরা বারবারই প্রশ্ন তোলেন। তবে এই তিন মায়ের মধ্যে একটি মাকে বেছে নিলেন নেটিজেনরা। 

rudra coming back on mithai for save mithai and misti

এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সত্যি বর্তমান সময়ের একজন সেরা মা হলো দীপা বর্তমানে সকল নায়িকা মা দের মধ্যে সাবলীল অভিনয় দীপার। কখনো মেয়ে, কখনই প্রেমিকা, কখনো বউমা আবার এখন সেরা মা সত্যি দেখে মনেই হয়না দীপা অভিনয় করছে মনে হয় সত্যি সত্যি ঘটছে সব। এতো কম বয়সে এতো সাবলীল অভিনয় সত্যি মন ছুঁয়ে যায় সত্যি অসাধারণ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ’। 

khelna bari mitul gugli

প্রথম থেকেই স্বস্তিকা ঘোষের অভিনয় সকলেরই মন কেড়ে নিয়েছে। মায়ের যে আকুতি, এক সন্তানের জন্য যতটা ভালোবাসা, সবটাই সে ফুটিয়ে তুলেছে, তাঁর অভিনয় দক্ষতার সাথে।  অনেকে দীপার পাশাপাশি, অনুরাগের ছোঁয়ার আরও এক চরিত্রের প্রশংসা করেছেন। 

anurager chhowa sona rupa deepa

এক অনুরাগী বলছেন ‘বেষ্ট মা হলো ‘দিপা’। আর বেষ্ট শ্বাশুড়ি হলো, ‘লাবন্য সেন’ দিপার শ্বাশুড়ি!’ সত্যিই তাই লাবণ্য সেনেরও কোনো তুলনা হয় না। অনান্য ধারাবাহিকে দেখা যায় , শাশুড়ি তার ছেলেকে আলাদা করছে বউমার থেকে , কিংবা ছেলের পক্ষ নিয়ে কথা বলছে, তবে লাবণ্য সেন আলাদা, সে আলাদা নয়, বরং মিল করাতে চাইছে।

× close ad