বিয়ে তো হয়েই গেল, এবার লিপস্টিক পড়বে নাকি সিঁদুর’, ধূলোকনা দেখে লীনা গাঙ্গুলিকে প্রশ্ন দর্শকদের

বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকাতে মাঝে মধ্যে বেশ ভালোই নাম্বার হাঁকাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকণা’ (Dhulokona)। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় অনুরাগীদের কাছে।

Saranna

dhulokona serial lalon marries titir with lipstick fuljhuri breaks into tears

বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকাতে মাঝে মধ্যে বেশ ভালোই নাম্বার হাঁকাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকণা’ (Dhulokona)। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় অনুরাগীদের কাছে। লালন-ফুলঝুড়ির জুটি দর্শকদের বেশ ভালোই লাগে। লালনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় আর ফুলঝুড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালী দে। দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তাই অনুরাগীরা বেশ আগ্রহের সহিত দেখেন।

লালন একজন গাড়ির ড্রাইভার, তার স্বপ্ন ভালো বড় গায়ক হওয়ার। আর ফুলঝুড়ি চায়, ভালো সংসার করতে। লালন ভালোবাসে ফুলঝুড়িকে। কিন্তু মাঝে ছিল অনেক বাধা বিপত্তি। লালনের সাথে চক্রান্ত করে চড়ুই, ফুলঝুড়িকে সরিয়ে বিয়ের পিঁড়িতে বসে চড়ুই। কিন্তু শেষমেশ চক্রান্তের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসে ফুলঝুড়ি, কিন্তু তাও নিস্তার নেই।

lalon titir wedding in dhulokona

আবারও চক্রান্তের শিকার হয় লালন। চক্রান্ত করে লালনকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। তবে লালন বেঁচে যায়, কিন্তু তার স্মৃতি শক্তি হারিয়ে যায়। সে এখন ডাক্তারের বাড়িতে রয়েছে, ফুলঝুড়িকেও চিনতে পারে না। তাই সে আবার বিয়ের পিঁড়িতে বসেছে। ডাক্তারের মেয়ে তিতিরের সাথে আবার বিয়ের আয়োজন হয়েছে। আর সম্প্রতি ভাইরাল হয়েছে সেই প্রোমো। যা দেখে হাসছেন দর্শকরা।

ভাইরাল প্রোমোতে দেখা যাচ্ছে, তিতিরের সিঁদুরে অ্যালার্জি আছে, তাই সে সিঁদুর পড়তে চায়নি। তিতির লালনের হাতে লিপস্টিক দেয়। লিপস্টিক দিয়ে তিতিরকে সিঁদুর পড়ালো লালন। আর যা দেখে সকলেই হেসে গড়াগড়ি খাচ্ছে। এ কি কান্ড।

dhulokona lalon wedding comment

এক নেটিজেন লিখেছেন, ‘বিয়ে টা তো হয়ে গেল, এরপর থেকে কি লিপস্টিক পড়বে নাকি সিঁদুর’। আর একজন লিখেছেন, ‘বিয়ের নতুন নতুন নিয়ম তৈরী করছে স্টার জলসা। উড়ন্ত সিঁদুর ,উড়ন্ত মালা,পায়ে হলুদ,এখন আবার সিঁদুরের বদলে লিপস্টিক , আর কত কি যে দেখব’। কেউ বলছেন, ‘লিনা পিসি কি প্রমান করতে চাইছে যে লিপস্টিক দিয়ে হয়নি এটা মিথ্যা বিয়ে? কখনোই না রক্ত দিয়ে যদি বিয়ে হয় তবে লিপস্টিকেও বিয়ে হবে’।

Related Post