‘রানী রাসমণি’র পর আবার একবার ছোটপর্দায় দিতিপ্রিয়া! খবর প্রকাশ পেতেই উৎসাহিত দর্শক

Ditipriya Roy : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। শিশু শিল্পী হিসেবে তাঁর ক্যারিয়ার জীবন শুরু হয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী

Saranna

ditipriya roy coming on star jalsha upcoming serial

Ditipriya Roy : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। শিশু শিল্পী হিসেবে তাঁর ক্যারিয়ার জীবন শুরু হয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী রাসমণি’-তে অভিনয় করে জনপ্রিয় হন। এর আগে অনেক চরিত্রে অভিনয় করলেও রাণী রাসমণি তাঁকে খ্যাতি এনে দিয়েছে। যে প্ল্যাটফর্ম তাঁকে খ্যাতি এনে দিয়েছে সেই প্ল্যাটফর্মে এখন আর তাঁর দেখা মেলে না। তাই অনুরাগীরা তাঁকে খুঁজছেন।

দর্শকদের আর চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই তিনি ফিরছেন ধারাবাহিকে। জি থেকে স্টার সকলেই তাদের চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক আনছেন। সম্প্রতি শোনা গেছে স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক আসছে টেন্ট প্রোডাকশন হাউজ থেকে। এই প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের নাম ‘বোধন’। ধারাবাহিকের নায়ক-নায়িকা কে হবে? তা আগে জানা গিয়েছিল।

ditipriya roy coming on new serial

শোনা গিয়েছিল নায়ক হিসেবে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। আর নায়িকা হিসেবে দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে। কিন্তু এদের দুজনকে আর দেখা যাবেনা। দুজনকেই বাতিল করে দিয়েছে টেন্ট প্রোডাকশন। এই দুজনকে বাতিল করে দিয়েছে প্রোডাকশন হাউজ। এখানেই নাকি দেখা যাবে দিতিপ্রিয়াকে। এখন দেখা যাক কি হয়।

কারণ অনেক সময় দেখা যায় সব ঠিক হলেও শেষ মুহূর্তে গিয়ে নায়ক-নায়িকা বাতিল হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয় সেটাই দেখার। তবে দিতিপ্রিয়া এলে বেশ ভালোই হয়। অনুরাগীরা তাঁকে খুঁজছেন। অনেকদিনই তাঁর দেখা মিলছে না। তিনি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত। এই ‘বোধন’ নামক হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁর দেখা মিলেছিল। বোধনের পার্ট ২ এসেছে, কিন্তু এতে তাঁর দেখা মেলেনি।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ জনপ্রিয় দিতিপ্রিয়া। স্নাতক এর পড়াশোনা শেষ করে বিদেশে পাড়ি দেওয়ার ইচ্ছা। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছে ওটিটির কাজে। ‘রাজনীতি’ ওয়েব সিরিজ করার পর, ‘রাজনীতি ২’ তে তিনি অভিনয় করবেন। জানুয়ারী থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।

× close ad