পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টো’য়…….., অভিনেত্রীর গোপন কথা ফাঁস করলেন দিদা!

Divyani Mondal : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’ (Phulki)। প্রথম থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। টিআরপি নম্বর নিয়ে কখনো ভাবতে হয়নি

Saranna

divyani mondal's grandmother revel divyani's secret

Divyani Mondal : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’ (Phulki)। প্রথম থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। টিআরপি নম্বর নিয়ে কখনো ভাবতে হয়নি ধারাবাহিককে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মন্ডল (Divyani Mondal)। জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলা পৌঁছে গিয়েছিল দিব্যানীর বাড়িতে।

মুর্শিবাদের মেয়ে দিব্যানী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর কাছে ফুলকি চরিত্রের প্রস্তাব আসে। প্রথমে ভেবেছিলেন প্র্যাঙ্ক কল, পরে সেটাই সত্যি হয়ে যায়। এখন বেশ চুটিয়ে অভিনয় করছেন। চুটিয়ে অভিনয় করার পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের মনে। এদিন অপরাজিতা আঢ্য গিয়েছিলেন তাঁর বাড়িতে।

phulki serial new promo come out that phulki in denger

আর সেখানেই জানা গেল দিব্যানীর গল্প। এদিন দিব্যানীর দিদা দিব্যানীর নামে অপরাজিতার কাছে জানান, ‘ও যখন একটু বড় হল স্কুল বা নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে ওই যে ঘরে ঢুকত আর বেড়াত না। পুরো রাত ১:৩০ পর্যন্ত ঘরের মধ্যে থাকত। কি করত জানিনা। তারপর ২ টোর সময় বেরিয়ে বলত স্নান করব।

আরও পড়ুনঃ ‘জুনিয়র আর্টিস্টরা ন্যুনতম সম্মান করেনা’! ১৫ বছর কাটিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ‘সুচরিতা’

আমি একাই থাকি আমার স্বামী নেই, আমার সাথে একজন পরিচারিকা থাকত। তাকে ঘুম থেকে তুলে পাহারায় বসিয়ে ও রাত ২ টোয় স্নানে যেত। কারণ অত রাতের বেলা ওর ভয় করত তো। আবার বলত তুলসী তুই এখানে চেয়ার নিয়ে বস। আমার স্নান করা হয়ে গেলে তারপর তুই এখান থেকে যাবি। তারপর ও বসে বসে ঢুলত।

আবার জিজ্ঞাসা করত, তুই ঘুমোসনি তো। আমাদের তো মফস্বল। বেশ নির্জন থাকত। অত রাতে গাড়ি ঘোড়া চলত না বেশ ভয় পেত।‘ এই কথা শুনে অপরাজিতা হেসে লুটোপুটি খান। শুধু তাই নয়, অবাকও হন। তবে এখন আর রাত ২টোয় স্নান করেননা অভিনেত্রী, কারণ এখন সকাল ৮ টায় ওঠেন, শ্যুটিংয়ের পর ক্লান্ত হয়ে যান, বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন।

× close ad