বর্তমানে আমরা যেসব অভিনেতা বা অভিনেত্রীদের রিল লাইফে দেখি, তাদের এতটাই পছন্দ হয়ে যায় যে, তাদের রিয়েল লাইফ নিয়েও আমাদের আগ্রহের শেষ থাকেনা। তাঁদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সবটাই জানতে চায়, আজ তেমনই আপনাদের এক পছন্দের অভিনেত্রীর কথা জানাব, তাঁকে যেমন আপনারা পছন্দ করেন, তেমনই তাঁর জীবন নিয়েও আমরা খুব উৎসাহিত।
জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। এই ধারাবাহিকে উর্মি-সাত্যকির রোমান্টিক টক-মিষ্টি প্রেম দর্শকরা বেশ পছন্দ করেছেন। প্রথম দিকে উর্মির ছেলেমানুষি অভিনয় দর্শকদের এতটাই পছন্দের যে, তাঁকেই মানুষ পছন্দ করে ফেলেছেন। একজন ম্যাচিওর আর একজন খামখেয়ালি মানুষের রোমান্টিক ছবি ফুটে উঠেছে এই ধারাবাহিকে।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, উর্মিকে অনেকটা ম্যাচিওর হতে। সাত্যকির পা ভেঙে যাওয়ায় উর্মিই এখন সংসারের হাল ধরেছে, সে ট্যাক্সি চালিয়ে ইনকাম করে। তাঁর খামখেয়ালি মনোভাব এখন সেরকম দেখা যায়না, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছে উর্মি।
উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা, আর সাত্যকির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। উর্মি তথা অভিনেত্রী অন্বেষা হাজরা কিন্তু বাস্তবে খুবই কিন্তু ম্যাচিওর। সে অতো ট্রেন্ডে ভাসেনা, সবসময় চোখ কান খোলা রেখে নিজের জীবনে এগিয়েছেন।
জীবনে প্রেম এসেছে, সেই প্রেম স্থায়ী হয়নি। অভিনেত্রীকে ধোঁকা দিয়েছেন তাঁর প্রেমিক। অভিনেত্রীর কথায়, ‘আমাকে সব ছেলেরা ভয় পায়, আর যে আমাকে ভয় পায় না, সে ভয় পাইয়ে চলে গেল। আমি এখন হ্যাপিলি সিঙ্গেল, সে নেই বলে যে খুব দুঃখে আছি তা নয়, আমার কোনোদিনই ঝগড়া ভালো লাগেনি, ওই প্রেম ছিল এখন নেই।
‘সর্বদা এখনও প্রেমের মধ্যেই আছি’। পূজো নিয়েও অভিনেত্রী বলেন, ‘আমার পূজো নিয়ে কোনো প্ল্যান নেই, প্রথম থেকেই আমার পূজোর শপিং নিয়ে কোনো মাথাব্যথা নেই। ছোটোবেলায় বাবা দিতেন, ওই চলত, আলাদা করে কিনতাম না’। এখনও কিছুটা সেভাবেই কাটে অভিনেত্রীর পুজো।