‘দর্শকের ইমোশনের কোনো দাম নেই আপনাদের কাছে?’! ‘এই পথ’ এর নতুন প্রোমো ঘিরে ক্ষোভ প্রকাশ ভক্তদের

টিআরপি লিস্টে তেমনভাবে জায়গা না মিললেও, দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। যৌথ পরিবার,

Saranna

ei poth jodi na sesh hoy new promo get netizen angry

টিআরপি লিস্টে তেমনভাবে জায়গা না মিললেও, দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। যৌথ পরিবার, মা-বাবা, পিসি, দিদি, ঠাম্মা, দাদু সকলকে নিয়ে গড়ে ওঠা ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। মানুষ আস্বাদ পায়, একটা একান্নবর্তী পরিবারের। এখন তো, আর এরকম যৌথ পরিবার দেখা যায়না। সবটাই এখন তিনজনের পরিবার।

আর সাথে রয়েছে ধারাবাহিকের মূখ্য চরিত্র উর্মি -সাত্যকির প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, সংগ্রামের জীবন। প্রথমদিকে উর্মির স্বতঃস্ফূর্ততা, ছেলেমানুষি, অবুঝ মন দেখে একটা আনসিরিয়াস মেয়ের ধারণা তৈরি হয়েছিল সবার মনে। কিন্তু বর্তমানে সময়ের প্রেক্ষিতে সেই মেয়েই যে কতটা বুঝদার, একা হাতে সংসারের ভালো মন্দ দেখার ভার নিয়েছে তা না দেখলে বোঝা যায়না।

ei poth jodi na sesh hoy

উর্মি আর সাত্যকির প্রেমজ জীবনে এসেছে, অনেক বাঁধা। সব সামলে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। শুধু একে অপরের নয়, পুরো পরিবারের সংসারের দায়িত্ব তুলে নিয়েছে। সাত্যকির পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে বাড়িতেই থাকে। আর তার পরিবর্তে উর্মি ট্যাক্সি চালিয়ে সংসারের দায়িত্ব তুলে নিয়েছে। এখন সে বাচ্ছাদের স্কুলে দিয়ে আসে।

কিন্তু এর মাঝেই এসে উপস্থিত হয়েছে, নতুন এক বাঁধা। উর্মি সাত্যকির মাঝে এসেছে, মিস্টার ভাটিয়া। ভাটিয়ার মেয়েকে ভাটিয়ার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বৃষ্টির কারণে উর্মি ভাটিয়ার বাড়ি আটকে গিয়েছিল। এরপর থেকেই সবাই ওকে ভুল বোঝে। সম্প্রতি যে প্রোমোটা সবার সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সাত্যকি নিজে হাতে উর্মিকে ভাটিয়ার হাতে তুলে দিচ্ছে।

ei poth jodi na sesh hoy new promo

একজন এই প্রোমো দেখে লিখেছেন, ‘মোটেও ভালো লাগলোনা এটা দেখে। মিস্টার ভাটিয়া কে ঊর্মি সাত্যকির মাঝে আনা খুব দরকার ছিল স্যার? আমরা কিন্তু একটুও আনন্দ পেলাম না এই প্রমো দেখে। এমন চমক এর থেকে চমক ছাড়া পথ অনেক ভালো। অন্য সিরিয়াল এর সাথে পার্থক্য টা কি রইলো পথ এর? পথ বরাবর ইউনিক ছিল কিন্তু এখন আগের পথ এর সাথে মেলাতেই পারিনা। আমাদের ইমোশন এর কোনো দাম নেই সেটা কদিন ধরে বুঝেই যাচ্ছি। এমন এপিসোড দেখালে তো দেখার ইচ্ছাটাই করেনা।

পথ আমাদের আবেগ, ভালোবাসা পথ এর সাথে ভালো কিছু হলে যেমন বলি তেমন কিছু খারাপ হলেও বলবো। আর একটা কথা অন্য সিরিয়াল যতই টপার হোক পথ এর মতো ফ্যানবেস পাবেন না। অন্বেষা দি ও ঋত্বিক দা এদের যে কোনো সিচুয়েশন এ দেবেন এরা নিজেদের সেরা টাই দেবে অভিনয় এর মাধ্যমে কিন্তু আমাদের গল্পের ট্র্যাক টা ঠিক পছন্দ হলোনা।’

× close ad