জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। সাত্যকি আর উর্মির মিষ্টি প্রেমের কাহিনী সকলেই দেখতে ভালোবাসেন। ছটপটে উর্মির কাণ্ডকারখানায় মুগ্ধ সকলেই। ধারাবাহিক টি আগে সম্প্রচারিত হত রাত সাড়ে নটায়। এখন সম্প্রচারিত হয় রাত নটায়। ধারাবাহিক টি প্রথম থেকেই দর্শকদের মন জিতে নিয়েছিল।
এক কঠোর নিষ্ঠাবান মূল্যবোধিত মধ্যবিত্ত ঘরের ছেলে সাত্যকি। পেশায় ট্যাক্সি ড্রাইভার। আর তারই বিপরীত খুব ছটপটে, সোজা সাপটা কথা বলায় অভ্যস্ত উর্মির সাথে বিয়ে হয় তার। একজন সিরিয়াস মানুষ, আর একজন আনসিরিয়াস মানুষ। এইরকম চরিত্র দিয়েই তৈরি উর্মি সাত্যকির প্রেমের গল্প। যে উর্মি উচ্চবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছে, সেই উর্মিই মধ্যবিত্ত যৌথ ফ্যামিলিতে এসে নিজেকে যেভাবে মানিয়ে নিয়েছে, এই ধারাবাহিক সেই কাহিনীই দর্শকদের দেখাচ্ছেন।
সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, সরকার বাড়ির বড় বিপদ। উর্মির কাকা আর মামনি জেলে বসে সরকার বাড়ির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে। উর্মিকে একটা লোক ফোন করে জানায়, তাঁর বাবার ব্যাপারে কিছু কথা বলতে চায়। উর্মি সেই কথা শুনে তাঁর কাছে যায়। কিন্তু গিয়ে দেখে সবটাই প্ল্যান। উর্মিকে বাঁচাতে সাত্যকি সেখানে উপস্থিত হয়। এরপরেই গুন্ডারা উর্মি সাত্যকিকে মারধর করে । সাত্যকি এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। এই দেখে অনুরাগীদের মনে আশঙ্কা জাগে, সাত্যকির মৃত্যু দিয়েই শেষ হবে এই ধারাবাহিক।
তবে এইসবের মাঝে অনুরাগীদের ভয় দূর করতে সামনে এল নতুন প্রোমো। এই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, উর্মি আর সাত্যকি ট্যাক্সি করে স্কুলের বাচ্ছাদের পৌঁছে দিচ্ছে, এবং উর্মি তাদের চকোলেট দিয়ে জানায়, তাদের পারফরম্যান্স খুব ভালো হবে। একটা বাচ্ছা উর্মিকে ডেকে নিয়ে যায় স্কুলের ভিতরে, এবং জানায়, ‘তোমার জন্য একটা সারপ্রাইজ আছে’। উর্মি গিয়ে দেখে, স্কুলের ভিতরে অনুষ্ঠানে একটা বাচ্ছা বলছে, ‘আমি বড় হয়ে উর্মি আন্টির মত ট্যাক্সি ড্রাইভার হয়ে, সবার কাছে পৌঁছে যেতে চায়’।
এই কথা শুনে পাশ থেকে একটি অভিভাবক বলে ওঠেন, ‘পড়াশোনা শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে, হবে কিনা ট্যাক্সি ড্রাইভার’। এরপরেই অ্যাপ ক্যাব কোম্পানির মালিক উর্মির নাম ঘোষণা করে, এবং জানান, ‘আমার অ্যাপ ক্যাব কোম্পানি আপনার সাথে কোলাবোরেট করতে চায়, এই নিন এক কোটি টাকা’। এরপরেই উর্মি সাত্যকিকে জানায়, আমাদের এই পথ যেন না শেষ হয়।
এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে ঠেকেছিল। টিআরপি তে নিজেদের নাম রাখতেই, কি আসতে চলেছে নতুন চমক? তবে এই নতুন প্রোমোতে দর্শক বেশ খুশিও হয়েছেন। প্রসঙ্গত, ধারাবাহিকটি এতদিনে নিজের আসল গল্পে ফিরতে চলেছে। উর্মি কিভাবে সাবলম্বী হয় সেই নিয়েই মূলত শুরু হয়েছিল এই ধারাবাহিক। তাই এতদিনে সেই ট্র্যাক আসতে দেখায় দর্শক বেশ উৎসাহিত।