শেষ হচ্ছে না ‘এই পথ’! সময় বদলে যাচ্ছে, নতুন সময়ের সাথে সামনে এল শেষ হবার পালা কার

জি বাংলার (Zee Bangla) কোন ধারাবাহিক শেষ হবে, আর নতুন ধারাবাহিক কার জায়গায় উপস্থিত হবে, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। কারণ এতগুলো নতুন ধারাবাহিক

Saranna

ei poth jodi na sesh hoy timing change. new promo came out

জি বাংলার (Zee Bangla) কোন ধারাবাহিক শেষ হবে, আর নতুন ধারাবাহিক কার জায়গায় উপস্থিত হবে, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। কারণ এতগুলো নতুন ধারাবাহিক এসে গেছে যে, দর্শকরা এখন রয়েছে ধাঁধার মধ্যে, কার কপাল পুড়লো। বা কার যাত্রা থেমে যেতে চলেছে। নতুন ধারাবাহিকের সূচনায় যেমন সবার একটু খুশি খুশি ভাব রয়েছে, তেমনই আবার রয়েছে বিমর্ষতার ছাপও।

শোনা গিয়েছিল শেষ হবে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth jodi Na Sesh Hoy)। কারণ সম্প্রতি একটি নতুন ধারাবাহিকের প্রোমোর আগমন ঘটেছে ‘সোহাগ জল’। আর তার জন্যই এমনটা মনে করা হচ্ছিল। কিন্তু সেসব জল্পনা কে উস্কে দিয়ে শোনা গেল নতুন খবর। যা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের অনুরাগীরা।

suddenly ei poth jodi na sesh hoy director announced to quit1

কারণ সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও সবার সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, উর্মি ওর বাবার ফটোর সামনে দাঁড়িয়ে বলছে তোমার হত্যাকারীকে শাস্তি দিতে আমার হাত যেন দুবার না কাঁপে। এই কথা বলার পরেই পিছন থেকে মামনি এসে বলে, তোমার বাবাকে যেখানে পাঠিয়েছি তোমাকেও সেখানেই পাঠাবো।

এরপরেই দেখা যায় মামনির হাতে পিস্তল। বোঝায় যাচ্ছে, ওই মামনিই উর্মির বাবাকে প্ল্যান করে মেরে ফেলেছে। আর তার সাথে সাথেই নতুন সময়েরও ঘোষণা হয়। ২৮ শে নভেম্বর থেকে এই ধারাবাহিকটি দেখা মিলবে, রাত ৯:৩০। তাহলে রাত ৯:৩০ এর লালকুঠি ধারাবাহিক শেষ হচ্ছে। আর তার জায়গায় পৌঁছে যাবে এই পথ যদি না শেষ হয়। আর ৯ টায় দেখা মিলবে নতুন ধারাবাহিক সোহাগ জলের।

তবে এই স্লটে অনেকেই খুশি নন। একজন লিখেছেন, ‘১০ টায় পাঠালে হয়তো আগের জায়গা পথ ফিরে পেতো। অনুরাগের বিপরীতে দেওয়া টা কি ঠিক হলো? তার উপর এস ফি এফ সবচেয়ে শক্তিশালী প্রডাক্টশন। ইচ্ছে করেই দিলেন তাই নাহ যাতে করে টিআরপির দোহাই দিয়ে শেষ করে দিতে পারেন’। প্রসঙ্গত, এর আগেও এই পথ এর সময় পরিবর্তন করা হয়েছিল একবার।

× close ad