আলফা বাংলা (Alpha TV Bangla 1999–2005) চ্যানেলে সম্প্রচারিত হত ‘এক আকাশের নীচে’ (Ek Akasher Niche) ধারাবাহিক। ভাবছেন আলফা বাংলা টা আবার কী? যারা এই ধারাবাহিকের সাথে পরিচিত, তারা জানবেন আলফা বাংলা টা কী? আসলে জি বাংলার (Zee Bangla) আগের নাম ছিল আলফা বাংলা। ১৯৯৯ এর ১৫ ই সেপ্টেম্বর টেলিভিশনে নতুন চ্যানেল আসে আলফা বাংলা নামে, ২০০৫ সালের ২৮ শে মার্চ আলফা বাংলা নাম বদলে হয় জি বাংলা।
প্রসঙ্গত, এই চ্যানেলের সেই জনপ্রিয় পুরোনো ধারাবাহিকের অনেক কলাকূশলীকে পর্দায় দেখা গেলেও, প্রায় এদের সবাইকেই বড় পর্দায় হোক ছোটো পর্দায় অভিনয় করতে দেখা গেছে, কিন্তু ইন্দ্রাণী বসুকে দেখা যায়না এখন কোথাও। তাহলে তিনি এখন কী করছেন? ইন্দ্রানী বসু (Indrani Basu) এই ধারাবাহিকে রজতাভ দত্তের স্ত্রী অনিতার ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় জগত থেকে অনেক দূরে রয়েছেন।
‘এক আকাশের নীচে’ ধারাবাহিক ২৪ শে জুলাই ২০০০ সালে শুরু হয়, ওই আলফা বাংলা চ্যানেলে, বর্তমানে যাকে চিনি জি বাংলা। আর শেষ সম্প্রচার হয় ২০০৫ সালের ২৮ শে জানুয়ারি। অনেক বছর এই ধারাবাহিকটি সম্প্রচার হয়েছিল। জনপ্রিয় এই ধারাবাহিক ২০২০ তে লকডাউনের সময় জি বাংলার পর্দায় আবার সম্প্রচারিত হয়েছিল।
এই ধারাবাহিকের কাহিনী হল, এক মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, বেঁচে থাকার সংগ্রাম মূলক কাহিনী। এই ধারাবাহিকে অভিনয় করেছেন সে সময়ের দক্ষ বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী। বর্তমানে যাদের আমরা বড় পর্দায় দেখি কিংবা যাদের ছোটো পর্দায় দেখি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে। আবার অনেক অভিনেতা দের এই ধারাবাহিক দিয়েই ইন্ডাস্ট্রি যাত্রা শুরু। আবার এমন কয়েকজন অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিকে কাজ করেছেন তাদের বর্তমানে দেখাও যায় না।
এই ধারাবাহিকে অভিনয় করেছেন, বর্ষীয়ান প্রয়াত অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়, পার্থসারথি দেবী, অরিন্দম শীল, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতা দত্ত চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, কমলিকা ব্যানার্জী, চৈতি ঘোষাল, সুদীপা বসু, অদিতি চ্যাটার্জী, দেবলীনা দত্ত, বাদশা মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী বসু সহ আরও অনেকে।
সব অভিনেতা অভিনেত্রীর মতো অভিনয় জীবনে বাচেঁননা অভিনেত্রী ইন্দ্রাণী বসু। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন। কিন্তু কেন অভিনয় জীবন থেকে সরে গেলেন তা অজানাই রয়েছে। এই নিয়ে অভিনেত্রীকে কখনো সেভাবে মুখ খুলতে শোনা যায়নি। তিনি একেবারেই সবার অগোচরে পর্দার আড়ালে লুকিয়ে নিয়েছেন নিজেকে।