ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে সবথেকে পছন্দের জুটি ছিল, মোহর-শঙ্খ (সোনামণি সাহা (Sonamoni Saha) ও প্রতীক সেন (Pratik Sen)) জুটি। কিন্তু ধারাবাহিক তো শেষ হবেই কিন্তু অনুরাগীদের কাছে ধারাবাহিক শেষ হয়েও হয়না শেষ। তারা চান ধারাবাহিক যেন চিরন্তন থাকে। কিন্তু তা তো হওয়ার নয়। শুরু যেমন রয়েছে শেষও আছে। কিন্তু অনুরাগীরা মানতে রাজি নন।
তারা তাদের পছন্দের জুটিকে আবারও একসাথে টিভির পর্দায় দেখতে চায়। আর সেকারণেই, যখন স্টার জলসায় (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিক এল, তখন দেখা গেল মোহদীপ জুটি ভেঙে গিয়ে এল রাধিরাজ জুটি। এই জুটি আসাতে দর্শকরা বেশ কষ্ট পেয়েছেন, কারণ তারা চাননি মোহদীপ আলাদা হোক। আর তাই এক্কাদোক্কাতে মোহদীপ না থাকায়, টিআরপি তেমন দেখা যায়নি।
আর তাই ধারাবাহিক নির্মাতা দর্শকদের ইচ্ছাকে মান্যতা দিয়ে আবারও ধারাবাহিকে ফিরিয়ে আনা হয়েছে মোহদীপ জুটিকে। ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় পোখরাজ এবং রাধিকার জীবনে নিয়ে এলেন ডাঃ অনির্বাণ গুহকে। প্রথমত অনির্বাণ গুহকে আনা হয়েছিল পোখরাজ আর রাধিকার মিল করার জন্য, কিন্তু সূচ হয়ে ফাল হয়ে ঢুকল।
দর্শকরা চাইছেন রাধিকার পাশে পোখরাজ নয় ডঃ অনির্বাণ গুহ থাকুক রাধিকার পাশে। আর সেটাই করা হল। ধারাবাহিক যারা দেখেন তারা জানেন রাধিকার পেটে টিউমার হয়েছে, কিন্তু রাধিকাকে সবাই ভুল বোঝে, ভাবে প্রেগন্যান্ট হয়ে গেছে। অনির্বাণও তাকে অপমান করে। বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে অনির্বাণ হাসপাতালে ছুটে আসে। অনির্বাণের চেষ্টায় সুস্থ হয়ে ওঠে রাধিকা।
এই বার দূরত্ব ঘুচবে, আবারও একসাথে হবে ডঃ অনির্বাণ গুহ এবং রাধিকা। আবারও ফিরবে সেই মোহদীপ জুটি। অনেকেই এই ঘটনায় খুশি হলেও, রাধিরাজ জুটি খুশি হয়নি। তারা বলছেন, ‘ সেই মোহর শেষ করার কি দরকার ছিল। নাম এক্কা দোক্কা দেওয়ার মানে একের ভিতর দুই নায়কের ধাক্কাধাক্কি। মোহর নাটকে এদের এমন ব্যবহার ছিল।’