বঙ্গে কালবৈশাখীর সাথে সাথে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এলো বড়োসড়ো ঘোষণা। পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দামেই যেন আগুন লেগেছিলো। এবার সাধারণ মানুষের কথা ভেবে পেট্রোল ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান নিজেই টুইট করে দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন।
টুইটে নির্মলা সীতারামান জানিয়েছেন পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা কমানো হবে এক্সাইজ ডিউটি। যার ফলে এবার থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ৯.৫০ টাকা কমে গেল। আর ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমতে চলেছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টুইটে নির্মলা সীতারামান লিখেছেন, ‘আমরা পেট্রোল এর ক্ষেত্রে প্রতি লিটারে ৮ টাকা ও ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়ে দিচ্ছি। এর ফলে প্রতি লিটার পেট্রোল ৯.৫০ টাকা আর প্রতি লিটার ডিজেল ৭ টাকা কমে যাবে। এর ফলে কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ে এক লক্ষ কোটি টাকার প্রভাব পড়বে।’
6/12 @PMOIndia has specifically asked all arms of the government to work with sensitivity and give relief to the common man.
Keeping in line with @PMOIndia @narendramodi ‘s commitment to help the poor & common man, TODAY, we are announcing more steps to help our people.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022
এদিন অর্থমন্ত্রী আরও জানান, ‘PMO INDIA সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করতে ও সরকারের অন্তর্গত সকলকে সংবেদনশীলতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রতিশ্রুতি বজায় রেখে সাধারণ ও দরিদ্র মানুষের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হল।’
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে একনাগাড়ে উর্ধমুখী পেট্রোল ডিজেলের দাম। আর বিগত কয়েকদিনে যেহারে পেট্রো পণ্যের দাম বেড়েছে তাতে একপ্রকার নাভিশ্বাস উঠার জোগাড় হয়েছিল সাধারণ মধ্যবিত্তের। মাঝে একবার পেট্রোল ডিজেলের উপর কর কমানো হলেও তাতে খুব বেশিদিন সুরাহা হয় নি। তবে এদিনের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পাবে সাধারণ মানুষ।