মুঠোফোনের দৌলতে আজকাল কতকিছুই মুহূর্তে ভাইরাল হয়ে পরে। কতশত ভাইরাল ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায়। একটা ছোট্ট জায়গার ঘটনা ছড়িয়ে পরে দেশে বিদেশে। যেভাবে একদিন রানু মণ্ডল বা ভুবন বাদ্যকর হঠাৎ করে ভাইরাল হয়ে পড়লেন, ঠিক সেভাবেই। আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ বড়ো সক্রিয় হয়ে উঠেছেন। নেতা থেকে অভিনেতা কিংবা ছাপোষা সাধারণ ঘরের গৃহবধূরা। আজ এমন কিছু মানুষ আছেন যারা চাইলেই বাড়ির বাইরে বেরিয়ে পড়তে পারেননা পৃথিবীটাকে দেখতে বা পরিবেশটাকে উপভোগ করতে তাদের কাছে এই মুঠোফোন সমগ্র বিশ্বকে তার হাতের মুঠোয় বন্দি করে দেয়।
তবে এই মুঠোফোন কিছু মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ হলেও কিছুক্ষেত্রে মানুষের জীবনের চরম অভিশাপে পরিণত হয়। যে শিশুটা এই মুঠোফোনের আনন্দে মেতে নিজের ছেলেবেলা ভুলেছে তার কাছে মুঠোফোন অভিশাপ। যে সন্তান ফোনের কারণে বাবা-মায়ের থেকে অনেক দূরে চলে গেছে সেই বাবা মায়ের কাছে এই মুঠোফোন অভিশাপ। যে প্রেমিক ফোনে মগ্ন থাকার কারণে তার পাশে থাকা প্রেমিকাকে সময় দিতে পারে না তাদের কাছে মুঠোফোন অভিশাপ।
তবে সব আবিষ্কারেরই তো ভালো খারাপ মিশিয়ে দিক থাকে। কোনোটাকেই সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ আমরা বলতে পারিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেইসবুক মারফত একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিওটি নিঃশব্দে অনেক কথা বলে যায়। অনেক বাবার বুকে ঝড় তুলে দিয়েছে। প্রতিটি বাবার কাছেই তার কন্যা রাজকন্যা স্বরূপ তাইনা। সে বাবা পথের ধরে ভিক্ষা করুক কিংবা অফিসের এসি ঘরে বসে কাজ করুক সব শেষে বাবা ও মেয়ের মাঝে সম্পর্কটা অমূল্য।
আজ এমনই একটি ভিডিও চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একজন বাবা ও তার মেয়ের নিবিড় ভালোবাসা ফুটে উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বাবা তার ছোট্ট শিশুকন্যাকে নিয়ে ট্রেনের দরজার ধারে বসে আছেন। আর বাবার কোলের কাছে দাঁড়িয়ে আছে চুপটি করে হাতে তার পাঁপড় ভাজার প্যাকেট। নিজেও খাচ্ছে আবার বাবাকেও খাইয়ে দিচ্ছে।
ছোট্ট শিশু ওটার বাবার এমন অমলিন ভালোবাসায় চোখ জুড়িয়ে যাচ্ছে হাজারো মানুষের। অনেক বাবার মনে পরে যাচ্ছে তাদের সেই মেয়েদের কথা যারা সময়ের সাথে সাথে আজ আরও একটা বাড়ির মেয়েতে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে অনেক বাবার চোখের কোনা ভিজে যেতে বাধ্য। অনেকের মুখে ফুটে উঠবে এক চিলতে মিষ্টি হাসি। ঠিক এক ফালি রোদের মতো। শুধু বাবারাই নন তাদের মেয়েরাও যে এই ভিডিও দেখে বাবাকে আঁকড়ে ধরবেন বেশি করে।