বাংলা ধারাবাহিক (Bengali Serial) নিয়ে প্রত্যেক মাসেই একটা করে দুঃসংবাদ শোনা যায়। কখনো শোনা যায় ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, আবার কখনো শোনা যায় অভিনেতা পাল্টে যাচ্ছে। এই মাসেও গুঞ্জন শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক। এই খবর শুনেই মনখারাপ অনুরাগীদের। ধারাবাহিক শেষ হওয়ার কারণ টিআরপি কম তাই।
এখন সিরিয়ালের ভগবান টিআরপি। তালিকায় যে বিশেষ নম্বর প্রাপ্ত করতে পারবেনা সেই ধারাবাহিকের আয়ুও নেই বেশিদিন। আর তাই টিআরপি তালিকায় সেরকম জায়গা করে নিতে পারেনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ এবং ‘মিলি’। ধারাবাহিকের কাহিনী ভালো হলেও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি। এই দুই ধারাবাহিক মার্চের দিকে শেষ হতে পারে। এই জায়গায় আসছে বেশ কয়েকটি ধারাবাহিক।
ব্লুজ প্রযোজনা সংস্থা, অর্গানিক স্টুডিও, সুব্রত রায় প্রযোজনা সংস্থা এবং বাংলা টকিজ এর প্রযোজনায় জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই জি বাংলায় এসে গেছে একটি নতুন ধারাবাহিক ‘যোগমায়া’র প্রোমো। এবার আরও কতকগুলো নতুন ধারাবাহিক আসছে। সুব্রত রায় প্রোডাকশন হাউজ অতীতের ঝামেলা মিটিয়ে ফিরছেন।
আরও পড়ুনঃ শ্যামলী অতীত! অনিকেতের জীবনে নতুন মানুষ, নতুন প্রোমো ঘিরে চর্চা নেটপাড়ায়
অতীতের খবর ছেড়ে বর্তমানের সংবাদ অনুযায়ী বাংলা টকিজের নতুন কোনো ধারাবাহিক জি বাংলায় আসছেনা। স্টার জলসায় তারা নিয়ে আসছে নতুন ধারাবাহিক। জি বাংলায় যে ধারাবাহিক আসার কথা ছিল, তার অভিনেতা অভিনেত্রীও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ কেন জি বাংলা ছেড়ে স্টার জলসায় চলে এল? তার উত্তর জানা যায়নি।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ নন প্রাইম শোয়ে ধারাবাহিকটি আনতে চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থার সেটা পছন্দ হয়নি। বাংলা টকিজের একটি ধারাবাহিক ‘মন দিতে চাই’ নন প্রাইম শোয়ে সম্প্রচারিত হচ্ছে। আর তাই তারা চাইছেন এবার একটা ধারাবাহিক প্রাইম শোয়ে সম্প্রচারিত হোক। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ তা না করায়, প্রযোজনা সংস্থা মানা করে দিয়েছে। এখন দেখার আদৌও কি হয়?