খড়িদ্ধির রসায়নে নতুন চমক, একসাথে ডবল ধামাকা নিয়ে নতুনভাবে হাজির হচ্ছে ‘গাঁটছড়া’!

স্টার জলসার (Star Jalsha) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘গাঁটছড়া’ (Gaaatchora)। এই সিরিয়ালটি বর্তমানে তার যাত্রা এক বছর পূরণ করে ফেলেছে। সম্প্রতি, সিরিয়ালটি এক

Nandini

gaatchora serial remake coming on hindi and telegu

স্টার জলসার (Star Jalsha) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘গাঁটছড়া’ (Gaaatchora)। এই সিরিয়ালটি বর্তমানে তার যাত্রা এক বছর পূরণ করে ফেলেছে। সম্প্রতি, সিরিয়ালটি এক দুর্ধর্ষ মোড় নিয়েছে। খড়ি ও ঋদ্ধি অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়ে বিপদে পড়েছিল। তারপর কেটে গেছে একটা বছর। সকলে জানে খড়ি মৃত। তবে ঋদ্ধি সেকথা মানতে চায়না। ঋদ্ধি মনে প্রাণে বিশ্বাস করে তার খড়ি ঠিক ফিরে আসবে।

তবে খড়ি ফিরে না এলেও ধারাবাহিকে এক নতুন রূপে এন্ট্রি হয়েছে ইশা নামক একটি চরিত্রের। অভিনেত্রী সোলাঙ্কির এই নতুন অবতার দর্শকের বেশ পছন্দ হয়েছে। খড়িকে এমন রূপে দেখে দর্শক বেশ হতবাক। তবে খড়ির মত সহজ সরল নয় ইশা চরিত্রটি। খড়ির থেকে সম্পূর্ণ ভিন্ন। এখনও এই রহস্য ভেদ হয়নি। বর্তমানে যাকে ধারাবাহিকে দেখা যাচ্ছে সে আসলে সত্যিই ইশা নামক কেউ নাকি খড়িই ফিরেছে ছদ্মবেশে।

gaatchora

অন্যদিকে, খড়ির মৃত্যুর পিছনে তার নিজের দিদি দ্যুতির বড়সড় ষড়যন্ত্রের হাত রয়েছে। তা ক্রমে সামনে এসেছে। ধারাবাহিকের তিন বোনের জীবনেই এখন এসেছে আমূল পরিবর্তন। ইশা রুপি খড়ি ফিরেছে সিংহরায় জুয়েলার্সকে ধ্বংস করতে। অন্যদিকে, দ্যুতি এখন সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর। আর বনি ফিরেছে এক পুলিশ অফিসার হয়ে।

teri meri doriyaann gaatchora hindi remake

 

তবে গাঁটছড়ার গল্প দর্শক মাঝে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে খুব শীঘ্রই এই ধারাবাহিকের রিমেক আসতে চলেছে পর্দায়। এর আগেও এই খবর শোনা গিয়েছিলো। তবে তার সত্যতা পাওয়া যায়নি। তবে এবারে একেবারে প্রোমো প্রকাশ পেয়েছে। তবে এই সুখবর দ্বিগুন। কারণ বাংলা ধারাবাহিক গাঁটছড়ার রিমেক কেবল একটা চ্যানেলে আসছেনা আসছে দু দুটো চ্যানেলে।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিছুদিন আগেই হিন্দি বিনোদন চ্যানেল স্টার প্লাস এ গাঁটছড়ার হিন্দি রিমেকের প্রোমো প্রকাশ পেয়েছে যেখানে গল্পটি গড়ে উঠেছে পাঞ্জাবের তিন ভাই বোনকে ঘিরে। গল্পটির নাম ‘তেরি মেরি ডোরিয়া’। আবারও এই ধারাবাহিকের সম্প্রতি আরেকটি প্রোমো প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই তেলেগু ভাষাতেও গাঁটছড়া রিমেক শুরু হতে চলেছে। স্টার মা চ্যানেলে সম্প্রচারিত হবে। এই ভাষায় ধারাবাহিকটির নামকরণ হয়েছে ‘ব্রাহ্মমুদি’। আর সেই প্রোমোও সামনে এসেছে।

brahmamudi gaatchora telegu remake

এই দুই ভিন্ন ভাষায় বাংলার জনপ্রিয় গাঁটছড়া আসার সুখবরে গাঁটছড়ার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। বর্তমানে বাংলা সিরিয়ালগুলো একের পর এক খুব কম সময়েই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আবার তার জায়গায় নতুন নতুন ধারাবাহিক আনা হচ্ছে। আর আগেও বাংলার অনেক ধারাবাহিক রিমেক হয়েছে। আবারও নতুন করে গাঁটছড়ার এই রিমেক আসার খবরে অনুরাগীরা বেশ খুশি।

× close ad