স্টার জলসার (Star Jalsha) একসময়ের টিআরপি টপার সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। শুরু থেকেই এই ধারাবাহিক মন কেড়েছিল দর্শকদের। ধীরে ধীরে ‘খড়িদ্ধি’ জুটি দর্শকের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। এই ধারাবাহিকে আছে মূল তিনটি জুটির প্রেমকাহিনী। সিংহরায় বাড়ির তিন ছেলে ও ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে। ঋদ্ধিমান, রাহুল, কুনাল আর দ্যুতি, খড়ি, বনিকে নিয়ে শুরু হয়েছিল গাঁটছড়ার পথচলা।
গল্পের খাতিরে একসাথে বাঁধা পরে ঋদ্ধি ও খড়ি। তারপর হাজারো ঝড়ঝাপ্টা পেরিয়ে দেড় বছরের বেশি সময় ধরে দর্শক মনে বিরাজ করছে গাঁটছড়া সিরিয়ালটি। সময়ের সাথে সাথে টিআরপি কমলেও জনপ্রিয়তা কমেনি ধারাবাহিকের। অনুরাগীদের কাছে আজও গাঁটছড়াই সেরা। মানুষ খড়ির চরিত্রে অভিনয়কারী সোলাঙ্কিকে বড্ড ভালোবাসেন। পাশাপাশি গল্পের বুনন নজর কেড়েছে বারংবার দর্শকের।
সম্প্রতি, গাঁটছড়ার প্রতিটি পর্ব এখন জমজমাট। খড়ি এক দুর্ঘটনার পর ফিরে আসলেও তার স্মৃতি এখনও ধীরে ধীরে ফিরছে। তবে এরই মাঝে খড়ি আর ঋদ্ধির নতুন করে লেখা প্রেমের গল্প মন কেড়েছে দর্শকের। বনির বিয়েকে কেন্দ্র করে সিংহরায় আর ভট্টাচার্য বাড়ি জুড়ে পড়েছিল হৈচৈ। কুনালের মা কিছুতেই বনিকে নিজের বৌমা হিসাবে মেনে নিতে চায়নি।
তবে ছেলের ভালোবাসার কাছে তাকে হার স্বীকার করতে হয়েছে। গাঁটছড়া পরিবারে এখন বাজছে বিয়ের সানাই। একটা দুটো নয় একেবারে তিন জোড়া বিয়ে। আসলে সকলেরই বিয়েটা হয়েছিল অন্যরকম ভাবে তাই সুস্থ ভাবে আবার বিয়ের পিঁড়িতে তিন বোন তিন ভাই। তবে এত আনন্দের মাঝেও বিষাদের সুর খড়ির মনে।
তাকে মৈনাক জানিয়েছে সে প্রেগনেন্ট নয়। ঋদ্ধির মন ভাঙতে চায়না বলে খড়ি ঋদ্ধির জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ওদিকে রিদ্ধি অধীর আগ্রহের সাথে তার খড়ির জন্য ছাদনাতলায় অপেক্ষা করছে। তবে শেষমেষ আর খড়িকে হারিয়ে ফেলেনি ঋদ্ধিমান। সে খড়িকে বুঝিয়ে ফিরিয়ে আনে ছাদনাতলায় আর একসাথে তিন তিনটে গাঁটছড়া বাঁধা হয় ছাদনাতলায়। সম্পন্ন হয় বিয়ে। আর নতুন জীবন শুরু হয় সকলের।