জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিকটি সকলের কাছেই বেশ জনপ্রিয়। টিআরপি তালিকাতেও বেশ সফল। কখনও প্রথমে, কখনো পঞ্চমে। একেবারে যে শেষে তা কিন্তু নয়। অল্প দিনের মধ্যেই এমন জনপ্রিয়তা পেয়ে যাবে, তা ভাবতেই পারেননি, ধারাবাহিক নির্মাতা। তবে এমন সুন্দর জনপ্রিয়তার কারণে ধারাবাহিকের কলা-কুশলী থেকে ধারাবাহিক নির্মাতা সকলেই খুশি।
ধারাবাহিকটি বিজ্ঞান বনাম কুসংস্কার। মুখ্য চরিত্র ঈশান সে ডাক্তার। সে মানে না এসব ভগবান। আর তার স্ত্রী গৌরী, যার মধ্যে ঈশ্বরের বাস। এটাই দেখানো হয় ধারাবাহিকে। স্বয়ং ঘোমটা কালী তার মধ্যে বসবাস করছেন। ঈশান তা মানতে চায় না। এরকম একটা প্রেক্ষাপট সকলেই বেশ পছন্দ করেন। পরিবারের সকলে মিলে মুড়ি ,চানাচুর, চপ, চা খেতে খেতে ‘গৌরী এল’ ধারাবাহিকের রস আস্বাদন করেন।
যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, যখন থেকে ধারাবাহিকের খল চরিত্র শৈল মা জানতে পেরেছেন গৌরীর ক্ষমতা, তখন থেকেই নানারকম ষড়যন্ত্র করে, গৌরীকে শেষ করে দেওয়ার। আর এই কথা জানতে পারে ঈশান-গৌরী। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই, আর তাই গৌরীকে বাঁচাতে, এবং সমস্ত প্রমাণ জোগাড় করতে গৌরী আর ঈশান, বাড়ি থেকে দূরে আছে।
কিন্তু ঈশানের মায়ের মন মানে না। ছেলে বাইরে থাকুক। তাই ছেলেকে ফিরিয়ে আনতে শরীর খারাপের ভান করে। ঈশানের ছোটো কাকা ঈশানকে ফোন করে জানান, ঈশানের শরীর খারাপ। আর সেই শুনে ছুটে আসে ঈশান। তারপর শোনে যে তার মা অভিনয় করছে। এই কথা শুনে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় গৌরীর কাছে। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল।
গৌরীর জন্য ঈশান যাওয়ার পথে একটা শাড়ি কিনে নিয়ে যায়, আর গৌরীও ঈশানের জন্য নতুন করে সাজে। কিন্তু ঈশান গিয়ে দেখে, গৌরী যে ঘরে ছিল সেই ঘরে আগুন লেগেছে। এবার দেখার পালা গৌরী বেঁচে থাকে নাকি, সত্যিই মারা যায়। তবে যতদূর মনে হচ্ছে, গৌরী বেঁচে যাবে, কারণ তাকে বাঁচাতে পারে স্বয়ং ঘোমটা কালী। এতদিন সে সব বিপদের হাত থেকে বাঁচিয়েছে গৌরী কে।