যুদ্ধে মিঠাইয়ের উচ্ছেবাবুকে দিচ্ছেন টক্কর! তামিল, কান্নড় সব ভাষাতেই গুড্ডির অনুজের বাজিমাত

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের লিড চরিত্র সিদ্ধার্থের ভূমিকায়  অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। তাঁর চেহারা, তাঁর সৌন্দর্যে সকলেই পাগল। সকল

Saranna

guddi serial actor ranojoy bishnu defete adrit roy

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের লিড চরিত্র সিদ্ধার্থের ভূমিকায়  অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। তাঁর চেহারা, তাঁর সৌন্দর্যে সকলেই পাগল। সকল বঙ্গ নারী তাঁকে দেখেই অজ্ঞান। তাই তো তাঁর জন্মদিনে স্টুডিওর বাইরে বঙ্গ নারীদের ভিড় উপছে পড়েছিল। কেউ কেক নিয়ে হাজির, কেউ পায়েস নিয়ে কেউ আবার উপহার নিয়ে। তাঁর এত ভক্ত যে তাঁকে একবার দেখার জন্য তারা সবকিছু করতে পারে। 

তবে শুধু হ্যান্ডসাম দেখতে বলে নয়, তাঁর সুন্দর গানের গলা সকল মানুষকে আপ্লুত করে। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের গলাও সুন্দর। জানা যায়, মিউজিক দিয়েই ইন্ডাস্ট্রিতে তাঁর আগমন ঘটে। কিন্তু এখন তিনি অভিনয় দিয়েই সকলের কাছে জনপ্রিয়। তবে অভিনেতা রণজয় বিষ্ণুও (Ranojoy Bishnu) কোনো অংশে কম নন। তিনি ধারাবাহিকের বাইরেও নিজের অভিনয়কে মেলে ধরেছেন। অভিনেতা আদৃত রায়কেও আমরা বড়ো পর্দায় কয়েকটা সিনেমায় ভিন্ন চরিত্রে দেখতে পেয়েছি।

guddi serial actor ranojoy bishnu defete adrit roy

তবে তাকে টেক্কা দিতে আর এক অভিনেতাও ময়দানে নেমে পড়েছেন। তিনি কে জানেন? অভিনেতা বিষ্ণু। তাঁকে আমরা একজন মডেলিং হিসেবে চিনি । প্রত্যেকটি ম্যাগাজিন, খবরের কাগজে তাঁর স্টাইলের ছবি দেখা যায়। তবে মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন সুদক্ষ অভিনেতা। তিনি একজন হ্যান্ডসাম পুরুষ। ইতিমধ্যেই রয়েছে তাঁর অনেক ফ্যান ফলোয়িং।

বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গুড্ডি’ তে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। গুড্ডিতে লিড রোলে দেখা যাচ্ছে। তাঁর চরিত্র সে একজন আইপিএস অফিসার। যদিও এটা তাঁর প্রথম অভিনয় নয়, এর আগেও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপরে আবারও নতুন করে শিরোনামে তিনি। কিন্তু কেন? এটাই ভাবছেন তো?

আরও পড়ুনঃ মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু নাকি গুড্ডি সিরিয়ালের অনুজ, কে বেশি হ্যান্ডসাম? দ্বন্ধে নেটিজেনরা

আসলে তিনি বড় পর্দায় কাজ করবেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সমরেশ মজুমদারের গল্প নিয়ে তৈরি ছবি ‘জালবন্দী’-তে। এই ‘জালবন্দী’ ছাড়াও ‘বনবিবি’, ‘সীমান্ত’, ‘ধূসর’, ‘ছাদ’ এইসব বাংলা ছবিতেও তাঁকে দেখা যাবে। এই বাংলা  ছবি ছাড়াও তাঁর হাতে রয়েছে অনেক কাজ। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমা ‘বিধান’ আর কন্নড় ও তামিল ভাষার ছবি ‘১২ বি’ তে অভিনয় করবেন। রূপ যেমন রয়েছে, গুণও তেমন রয়েছে, আদৃত কে ছাপিয়ে যাবে রণজয়।

উল্লেখ্য, এপ্রিলেই জানা গিয়েছিল তাঁর প্রেমিকা সোহিনীর সাথে সম্পর্কের বিচ্ছেদ। এই বিষয়টি নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। রণজয় একটাই কথা বলেছিলেন, যা হয়েছে, তা নিয়ে তিনি আর ভাবতে চান না। ধারাবাহিকের বাইরেও রণজয় এগিয়ে চলেছেন সামনের দিকে।

Related Post