রোহিত, গুনগুনের পর এবার অনুজের পালা, মৃত্যু দিয়েই শেষ হতে চলেছে ‘গুড্ডি’!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ও চর্চিত তম একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। ২৮শে ফেব্রুয়ারি ২০২২ এ শুরু হয়েছিল ধারাবাহিকের পথচলা। প্রথমদিকে দর্শকদের এই ধারাবাহিক

Saranna

guddi serial should be end with anuj's death

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ও চর্চিত তম একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। ২৮শে ফেব্রুয়ারি ২০২২ এ শুরু হয়েছিল ধারাবাহিকের পথচলা। প্রথমদিকে দর্শকদের এই ধারাবাহিক বেশ আকর্ষিত করেছিল। বিশেষ করে রণজয় বিষ্ণুর মত হ্যান্ডসাম নায়ক আর সৌন্দর্য্যময়ী শ্যামৌপ্তি মৌলি সকলকেই আকর্ষণ করেছিল। ধারাবাহিকের সুন্দর জুটির পাশাপাশি, ধারাবাহিকের একটি নিটোল কাহিনী ছিল। কিন্তু বর্তমানে কাহিনীর ভোলবদলে সকলেই তীরস্কার জানাচ্ছে। 

প্রাণবন্ত এক সাহসী মেয়ে হল গুড্ডি । তাঁর স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আর তাই পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়কে সে আইডিয়াল মনে করে। অন্যদিকে তাঁর স্কুলের পছন্দের শিক্ষিকা শিরিন। এই শিরিন কে সে দিরিয়া বলে ডাকত, শিরিনও বোন  মনে করে ভালোবাসত। গুড্ডি চাইত এই শিরিনের সাথেই অনুজের বিয়ে হোক। কিন্তু এর মাঝে কাহিনীতে দেখা গেল অন্য ঘটনা। লীনা গঙ্গোপাধ্যায় কাহিনীর ভোল পালটে দিলেন। ভাগ্যচক্রে গুড্ডির সাথে বিয়ে হল অনুজের।

guddi serial new track coming soon

এদিকে অনুজের আবার পছন্দ শিরিনকে। ঢুকে গেল পরকীয়া। শেষমেশ আবারও অনুজ বিয়ে করল শিরিনকে। এরপর আবার গুড্ডির প্রতি টান দেখা দিল অনুজের। আর তাই শিরিনের শত্রু হয়ে গেল গুড্ডি। অনেক বাঁধা-বিপত্তি ঝঞ্ঝা কাটিয়ে গুড্ডি বিয়ে করে যুধাজিৎ কে। নতুন সংসার করে। কিন্তু এর মাঝেই দেখা গেল, গুড্ডির আবার অনুজের প্রতি ভালোবাসা জেগেছে। আর এই কাহিনী দেখেই দর্শকরা ক্ষোভ উগড়ে দিয়েছেন ধারাবাহিকের প্রতি। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালল আরও একটি ঘটনা।

জানা যাচ্ছে অনুজ কোমায় চলে গেছে। অনুজের মৃত্যু ঘটবে। একজন তাই বলছেন, ‘গুড্ডি অনুজের ভালোবাসা না বোঝার কিছু নেই।হৃদয় থাকলেই বোঝা যায়।লেখিকা শেষে কারো মৃত্যু না দেখিয়ে শেষটা অন্যরকম করলে ভালো করতেন। যেমন 70 বছরের বৃদ্ধ অনুজ কোনো নির্জন প্রান্তরে,জঙ্গলে অতিথি হিসেবে আগতকে অতীতের গল্প শোনাচ্ছেন। এবং তাদের আর দেখা হয় না (গুনুজের)। এজাতীয় কিছু। কাওকে মরতে দেখতে ভালো লাগে না। এটুকুই বলার ছিলো।

guddi serial should be end with anujs death

যেহেতু অনুজ মারা যাচ্ছে তাই গুড্ডির ওপর রাগ হয়েছে স্বাভাবিকভাবে! কারণ দুরে গিয়েও আবার এসে সে ক্ষতকে খুঁচিয়ে ঘা করে তুলেছে। এছাড়া গুড্ডি অনুজের প্রেমকে ছোটো করার মানসিকতা নেই। কিন্তু মরাটা উনি দেখাবেনই এটাই অসহ্য লাগে’। আসলে এর আগে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় মৃত্যু দিয়েই তাঁর ধারাবাহিক শেষ করেছেন। শ্রীময়ী, খড়কুটো ধারাবাহিকের শেষ পরিণতি মৃত্যু। আর তাই অনুজের মৃত্যু ঘটিয়েই ধারাবাহিক শেষ হবে। 

× close ad