আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে হেলি শাহ! হলুদ পোশাকে তার নজরকাড়া লুক ভাইরাল নেটপাড়ায়

৭৫ তম আন্তর্জাতিক কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival) আয়োজিত হয়েছে ফ্রান্সের কান শহরে ১৭ ই মে থেকে আগামী ২৮ শে মে পর্যন্ত এই ফেস্টিভ্যাল

Desk

helly shah in cannes 2022 red carpet for first time

৭৫ তম আন্তর্জাতিক কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival) আয়োজিত হয়েছে ফ্রান্সের কান শহরে ১৭ ই মে থেকে আগামী ২৮ শে মে পর্যন্ত এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এবারের কান ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের (Bollywood) এক ঝাঁক তারকা। ২০২০ সালে করোনা অতিমারীর কারণে জনসমাগম এড়াতে কান ফেস্টিভ্যাল আয়োজিত হয়নি। তবে এবছর বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভাল।

এবছরের অনুষ্ঠানে গত ১২ দিনে থাকবে ২১ টি চলচ্চিত্রের জন্য শীর্ষ পুরস্কার। এবছরের ফেস্টিভ্যালে আমেরিকার জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে (Tom Cruz) বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অভিনেতা টম ক্রুজের চলচ্চিত্র ‘টপ গান : ম্যাভেরিক’ এর প্রথম প্রিমিয়ার হতে চলেছে। এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) জুড়িতে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

helly shah in cannes festival 2022 red carpet for first time

ওই উক্ত ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেখা পাওয়া গেলো জনপ্রিয় ধারাবাহিক অভিনেত্রী হেলি শাহ (Helly Shah) এর। হেলি শাহ দ্বিতীয় ধারাবাহিক অভিনেত্রী যাকে কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেখা গেলো। এর আগে প্রথম ২০১৯ এ কান ফেস্টিভ্যালে ডাক পেয়েছিলেন হিনা খান। এবারেও তিনি উপস্থিত আছেন। হেলি এই মর্যাদাপূর্ণ উৎসবে একটি হলুদ পোশাকে রেড কার্পেটে উপস্থিত হয়েছেন। তাকে দেখে তার অনুরাগীরা বেশ উচ্ছসিত।

হেলি শাহ ‘ইশ্ক মে মারজাবা ২’ ধারাবাহিকের অভিনেত্রী (Television Actress)। টেলিভিশনের পর্দায় তার জনপ্রিয়তা প্রচুর। অভিনেত্রী হেলি খুব আত্মবিশ্বাসের সাথে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। তিনি একটি হলুদ রঙের হল্টার গলা বিশিষ্ট শর্ট পোশাক পড়েছেন তার পোশাকের সামনে রয়েছে একটি বড়ো ফুল জামার সাথে ডিজাইন করা। সাথে উঁচু হিল। মুখে দিয়েছেন স্বল্প মেকআপ। আর চুলের একপাশে একটি ক্লিপ দিয়ে চুল ছেড়ে রেখেছেন। অভিনেত্রী হেলির এই সাজ পোশাক ও তার আত্মবিশ্বাসের সাথে রেড কার্পেটে উপস্থিত হওয়ায় তার অনুরাগীরা উৎসাহিত হওয়ার সাথে সাথে তার বেশ প্রশংসাও করেছেন।

× close ad