দোলের ছুটিতে দার্জিলিং-পুরীর টিকিটের পাচ্ছেন না? এইখানে পাবেন কন্ফার্ম টিকিট! রইল সন্ধান

Indian Railways : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, একটা উৎসব কাটতে না কাটতেই হাজির হয়ে যায় আরেকটা উৎসব। সামনেই রয়েছে হোলি এবং দোল। এই দুদিন

Saranna

here the solution how you avoid long waiting list ticket

Indian Railways : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, একটা উৎসব কাটতে না কাটতেই হাজির হয়ে যায় আরেকটা উৎসব। সামনেই রয়েছে হোলি এবং দোল। এই দুদিন সকলেরই প্রায় কমবেশি ছুটি (Holiday) থাকে। আর তাই তো সকলেই একটু ছোটো খাটো ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। যেখানে এক-দুদিন ঘুরে আসা যায়। আর ঘুরতে যেতে সস্তা পরিবহন ভারতীয় রেল (Indian Railways)। 

প্ল্যান থাকলে কি হবে, প্ল্যানটা তো সম্পূর্ণ করতে হবে, আর তাই তার জন্য রইল ঘুরতে যাওয়ার হদিস। অনেকেই পছন্দ করেন পাহাড়  এবং সমুদ্র সৈকত। কেউ পাহাড়ে বেশি ঝোঁকে আর কেউ সমুদ্রে। এইসব ছুটি গুলোতে হঠাৎ করেই পরিকল্পনা করা হয়, আগে থেকে পরিকল্পনা করা হয়না। আর এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হল টিকিট।  ট্রেনের টিকিট পাওয়া যায়না।

darjeeling tour in low buddget

আগে থেকে পরিকল্পনা করলে আগে থেকে টিকিট কেটে নেওয়া যায়। কিন্তু হঠাৎ পরিকল্পনাতে তা আর হয়না। এই সমস্যার সম্মুখীন আর যাতে না হতে হয়, জেনে নিন বিস্তারিত। বাঙালির হঠাৎ প্ল্যানে একটাই জায়গা নয় পুরী নয় দার্জিলিং। পুরীতে এত কম খরচে ঘোরা যায়, তার জন্য সকলেই পুরী যেতে চান।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে ক্লান্তি মুছতে কলকাতাতেই ঘুরে আসুন এই মনোরম স্থানে! রইল ঠিকানা

এর পাশাপাশি রয়েছে মন্দির এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে মিশিয়ে একাকার। এই বসন্তে যদি পুরী যেতে চান এখনই বুক করে নিন ট্রেনের টিকিট। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কোন ট্রেন কখন যাবে। ১৮ ই মার্চ শিয়ালদহ ২২২০১ পুরী দূরন্ত এক্সপ্রেসে ৭৩ টি ওয়েটিং লিস্ট রয়েছে। আর যারা দার্জিলিং যাবেন, তাদের জন্যই রয়েছে অনেক ট্রেন।

holiday destination near kolkata

শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল ১৭ ও ১৮ মার্চ স্লিপার ক্লাসে ৯৩ ও ৯২ ওয়েটিং লিস্ট এবং ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ১৭ও ১৮ মার্চ ওয়েটিং লিস্ট ৫২ ও ৫৪ এবং ৩ এসি-তে  ২৮ ও ২৩ রয়েছে। পূর্ব রেলের মুখ্য আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যারা ছুটির দিনগুলোতে ট্রেনে যেতে ইচ্ছুক, তারা খুব শীঘ্রই যেন টিকিট কেটে নেন। নাহলে সমস্যায় পড়তে পারেন।

× close ad